cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ব্রিটেনে শুরু হয়েছে স্ট্রবেরি তোলার মৌসুম। কিন্তু সুস্বাদু এই ফল গাছ থেকে পাড়ার শ্রমিকের খুবই সংকট চলছে। সাফোকের লীনডজি লজ ফার্মে ১ লাখ ৪০ হাজার স্ট্রবেরি গাছ রয়েছে। এক সারিতে সাজালে ১২ মাইল দীর্ঘ হবে এই গাছের সারি। সামনে তাদের ফলন তোলার মৌসুম।
লীনডজি লজ ফার্ম ফল পাড়ার জন্য মূলত নির্ভর করে রোমানিয়া থেকে আসা মৌসুমি শ্রমিকদের ওপর। এখানে অনেকে আছেন, বহু বছর ধরে এই মৌসুমে তাঁরা রোমানিয়া থেকে আসেন স্ট্রবেরি তোলার কাজে।
এই ফার্মে একমাত্র ইংলিশ কর্মী আনা ম’রলি। স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে এই কাজে তিনি যোগ দিয়েছেন।
এবছর প্রয়োজনের তিন ভাগের দুই ভাগ শ্রমিক পেয়েছে লীনডজি লজ ফার্ম। ব্রেক্সিটের কারণে ছয় মাসের ওয়ার্কার ভিসা নিয়ে আসতে হয় ব্রিটেনে। ব্রেক্সিটের আগে কেবল রোমানিয়া থেকে চলে এলেই হতো। এই ফার্মে কাজ করেন বগদান। তিনি জানান, আমলাতান্ত্রিক জটিলতা শেষ করে এবং বাড়তি অর্থ খরচ করে আসতে হয় বলে এখন অনেকেই রোমানিয়া থেকে ব্রিটেনে আসে’না।
সরকার বলছে, এ বছর ৩০ হাজার মৌসুমি শ্রমিকে ভিসা দেবে ব্রিটেন। প্রয়োজন হলে, আরও দশ হাজার ভিসা বাড়ানো হবে।
কিছু অ’তিরিক্ত সংখন শিক্ষার্থী কর্মী দিয়ে এ বছর কোনমতে চালিয়ে যাবার চেষ্টা করছে লীনডজি লজ ফার্ম। কিন্তু শ্রমিকের এই সংকট যদি টানা লেগেই থাকে এবং সমাধানের উদ্যোগ না নেয়া হয়, তবে ব্রিটেনের সুস্বাদু স্ট্রবেরি চাষের ঐতিহ্য শীঘ্রই হারিয়ে যাবে।
Leave a Reply