cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির ভরাডুবি হয়েছে। দলটি মেয়র পদ হা’রানোর পাশাপাশি কাউন্সিলার পদেও সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে। মেয়র লুতফুর রহমানের বিস্ময়কর উত্তানে বিরোধী দলে নেমে এসেছে লেবার পাটির।
সেই সাথে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্যাবিনেট গঠন করতে যাচ্ছেন মেয়র লুতফুর রহমান। সর্বশেষ ফলাফল অনুযায়ী এস্পায়ার পার্টি পেয়েছে ২৪টি সিট, লেবার পার্টি ১৯টি, কনজাবেটিব ১টি ও গ্রীন পার্টি ১ পেয়েছে। তবে লেবার পার্টি পরাজিত হলেও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কাউন্সিলার পদে বাংলাদেশীদের জয় জয়কার। ৪৫টি সিটের ৩৭টিতেই বাংলাদেশীরা বিজয়ী হয়েছেন।
ব্রিটেন জুড়ে অনুষ্ঠিত ৫ মের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টি আধিপত্য বিস্তার করলেও বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ধ’রাশায়ী হয়েছে দলটি। দুই-দুইবারের মেয়র জন বিগসকে পরাজিত করে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন নতুন দল এস্পায়ার পার্টির লুতফুর রহমান।
নির্বাচনে লুতফুর রহমান পেয়েছেন ৪০ হাজার ৮০৪ ভোট, লেবার পার্টির জন বিগস পেয়েছেন ৩৩ হাজার ৪৮৭ ভোট। আর লিবডেম প্রার্থী রাবিনা খান পেয়েছেন প্রায় সাড়ে ছয় হাজার ভোট।
টাওয়ার হ্যামলেটসে কাউন্সিলার পদে পূর্ণাঙ্গ ফলাফল হচ্ছে বেথনালগ্রীন ইস্ট ওয়ার্ড থেকে লেবার পার্টির সিরাজুল ইস’লাম, রেবেকা সুলতানা, এস্পায়ার পার্টির আহম’দুল কবির, বো ইস্ট থেকে লেবার পার্টির আমিনা আলী, রিসেল ন্যান্সি ব্লাকি, মা’র্ক ফান্সিস, বো ওয়েস্ট থেকে লেবার পার্টির আসমা বেগম,
গ্রীন পার্টির নাথালি সিলভিয়া বিনফাইট, ব্রমলি নর্থ ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির মোহাম্ম’দ সাইফ উদ্দিন খালেদ, আব্দুল মান্নান, ব্রমলি সাউথ ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির বদরুল ইস’লাম চৌধুরী, লেবার পার্টির শাহবীর হোসেন, ক্যানারি ওয়ার্ফ ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির সাইদ আহম’দ, মোহাম্ম’দ মাইয়ুম মিয়া তালুকদার,
আইল্যান্ড গার্ডেন থেকে লেবার পার্টির মুফিদাহ বুস্টিন, কনজার্বেটিভ পার্টির পিটার স্টেসি গোল্ডস, লেন্সবারী ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির আবুল মনসুর ওহিদ আহম’দ, জাহেদ চৌধুরী, ইকবাল হোসেন, লাইম হাউজ ওয়ার্ড থেকে লেবার পার্টির জেমস রবার্ট ভেনেবলস কিং, মাইলএন্ড ওয়ার্ড থেকে লেবার পার্টির লিলু আহম’দ, মোহাম্ম’দ সাইফুর রহমান চৌধুরী,
সাবিনা খান, পপলার ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির গো’লাম কিবরিয়া চৌধুরী, শেডওয়েল ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির আনা মিয়া, মোহাম্ম’দ হারুন মিয়া, স্পিটালফিল্ডস এন্ড বাংলাটাউন ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির সালুক আহম’দ, কবির হোসেন, সেন্ট ডানস্টন ওয়ার্ড থেকে লেবার পার্টির মাইশা ফাহমিদা বেগম, আয়াস মিয়া,
সেন্ট ক্যাথরিনস এন্ড ওয়াপিং ওয়ার্ড থেকে লেবার পার্টির এ্যামি লুইস লি, এম এ উল্লাহ, স্টেপনি গ্রীন ওয়ার্ড থেকে লেবার পার্টির সাবিনা আকতার, এস্পায়ার পার্টি তেকে মোহাম্ম’দ আব্দুল ওয়াহিদ আলী, উইভা’র্স ওয়ার্ড থেকে এস্পায়ার পার্টির কবির আহম’দ, লেবার পার্টি থেকে আসমা ইস’লাম, হোয়াইটচ্যাপেল ওয়ার্ড থেকে ফারুক মাহফুজ আহম’দ, এস্পায়ার পার্টি তেকে সফি উদ্দিন আহম’দ, মোহাম্ম’দ কা’ম’রুল হোসেন।
Leave a Reply