সিলেটের হাউজিং এস্টেট নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট চেম্বার অব কমা’র্সের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি মাসুদ আহমেদ চৌধুরীর ভাই ও এক ভাতিজি ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
ভাই ফারুক চৌধুরী লং ব্রিজ ওয়ার্ড এবং নাসিথা চৌধুরী মায়েসব্রুক ওয়ার্ড বার্কিং এন্ড ডেগেনহাম বরো থেকে নির্বাচিত হন।
ফারুক চৌধুরী এ নিয়ে পর পর তিনবার কাউন্সিলর নির্বাচিত হন।ভাতিজি নাসিথা চৌধুরী সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
Leave a Reply