cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কিছুদিন আগে হিজাব ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল গোটা ভা’রত। প্রায় সব তারকাই এ নিয়ে নিজেদের মতামত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়া ও সাক্ষাৎকারে। এবার বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গেল মিস ইউনিভা’র্স খেতাব জয়ী হারনাজ কৌর সান্ধুকে। দিনকয়েক আগেই দেশে ফেরেন হারনাজ। আর এসেই যেন বো’মা ফাটালেন।
এক সাংবাদিক সম্মলনে হারনাজকে প্রশ্ন করা হয় হিজাব নিয়ে। প্রথমেই সুন্দরী জানিয়ে দেন তিনি রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে মন্তব্য করতে চান না। তারপরও তাকে হিজাব নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন, “দেখু’ন সবসময় আমাদের এখানে মে’য়েদেরকেই নিশানা করা হয়। এই যেমন এখন আমাকে নিশানা বানানো হচ্ছে।” এরপর হিজাব প্রশ্নে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় তাকে।
হারনাজ বলেন, “আপনারা মে’য়েদেরকে ওঁদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কা’টার তেষ্টা করবেন না। দরকার হলে নিজেদের ডানা কাটুন। মে’য়েদের তাদের নিজেদের ইচ্ছা মতো পোশাক পরার অধিকার আছে।”তিনি আরও বলেন, “কেউ যদি হিজাব পরতে চায়, তাহলে সেটা তার ইচ্ছা। কোনও নারীকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে তার উচিত এগিয়ে এসে প্রতিবাদ করা। আমাদের নানা ধ’র্মের নারীরা যারা আছে, সবার উচিত একে-অ’পরকে সম্মান জানানো।”
প্রসঙ্গত, ২০২১ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভা’রতের নাম উজ্জ্বল করেন হরনাজ সান্ধু। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভা’র্সের খেতাব পান কোনও ভা’রতীয় নাগরিক। সূত্র: হিন্দুস্তান টাইমস
Leave a Reply