সর্বশেষ আপডেট : ১৩ ঘন্টা আগে
রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সিলেটে চাঞ্চল্যকর পুতুল বেগম হ’ত্যা মা’মলার রায় ঘোষণা করেছে আ’দালত। ২০ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সিলেট দায়রা ও জজ অ’তিরিক্ত ৩য় আ’দালত মিজানুর রহমান ভুঞা এই মা’মলার রায় ঘোষণা করেন।

এই মা’মলার রায়ে একমাত্র আসামী স্বামী ওম’র ফারুক দোলন (২৭) কে যাব’জ্জীবন কারাদ’ন্ড ও একলক্ষ টাকা জ’রিমানার আদেশ দেন। একলক্ষ টাকা অনাদায়ে আরও ২ বছরের কারাদ’ণ্ড ঘোষণা করেছেন।

মা’মলার বিবরণে জানা যায়, উম’র ফারুক দোলন জন্ম’দাতা পিতা মিঠু চন্দ সৎ পিতা হেলাল মিয়া মাতা খোদেজা বেগম (পূর্ব নাম শিপা চন্দ) জৈন্তাপুর থা’নার আলুবাগান শ্রীপুর এলাকার বাসিন্দা। ওম’র ফারুক দোলন ২০১১ সালে নগরীর পাঠানটুলা এলাকার রফিক আহম’দ এর মে’য়ে পুতুল বেগমকে বিয়ে করেন৷ পুতুল বেগম মেজরটিলার স্কলার্স হোম স্কুলে চাকুরী করতেন। ওম’র ফারুক দোলনও এই প্রতিষ্টানে পিয়নের কাজ করতেন।

বিয়ে বছরের পর থেকে তাদের মধ্যে পারিবারিক দ্বন্দ সৃষ্টি হয়। ফলে পুতুল বেগম মায়ের কাছে সন্তানসহ চলে আসেন। গত ২০১৫ সালের ১৯ অক্টোবর পুতুল বেগমকে ফোন করে উম’র ফারুক দোলন জাফলংয়ের ভ্যালি বোর্ডিং স্কুল এলাকায় নিয়ে গিয়ে হ’ত্যা করে লা’শ গু’ম করে ফেলেন।

মে’য়ের খোঁজ না পেয়ে পিতা রফিক মিয়া কোতোয়ালি থা’নায় একটি সাধারন ডায়েরি করেন। ওই বছরের ১ নভেম্বর জাফলং এলাকা থেকে লা’শ উ’দ্ধার খবর দেখে পুতুল বেগমের পিতামাতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুড়ি ও কাপড়চোপড় দেখে তাদের মে’য়ে পুতুল বেগম লা’শ বলে সনাক্ত করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই আ’লোচিত মা’মলায় রবিবার দুপুরে সিলেট দায়রা ও জজ অ’তিরিক্ত ৩য় আ’দালতের বিচারক মিজানুর রহমান ভুইঞা ৩০২ ধারায় যাব’জ্জীবন কারাদ’ণ্ড ও ১লক্ষ টাকা জ’রিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রমে কারাদ’ণ্ড ঘোষণা করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারী সৈয়দ আনোয়ারুল ইস’লাম।

বাদী পক্ষের আইনজীবী হিসেবে মা’মলা পরিচালনা করেন মোহাম্ম’দ শফিকুল ইস’লাম সবুজ, বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন এড. ময়নুল ইস’লাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: