cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
গো’লাপগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সং’ঘর্ষে তারিক আহম’দ (২৬) নামের এক যুবক নি’হত হয়েছেন। শুক্রবার বিকেলে পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের নুরুপাড়া রঙ্গাই বিছরা গ্রামে এ ঘটনাটি ঘটে।
নি’হত যুবক পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের রনকেলী নয়াগ্রাম এলাকার তখলিছ আলীর ছে’লে। এ ঘটনায় আরও দুজন আ’হত হয়েছেন। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানা যায়।
নি’হতের বিষয়টি নিশ্চিত করেছেন নি’হতের ভাই রেজন আহম’দ। আ’হতরা হলেন- একই গ্রামের তছন আলীর ছে’লে আবু সুফিয়ান (২০) ও পারভেজ আহম’দ (২১) ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবলে খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সং’ঘর্ষ হয়। এসময় এক পক্ষের ছু’রিকাঘাতে তারিক আহম’দ নামের এক যুবক হাসপাতা’লে নেওয়ার পথে নি’হত হয়। এ ঘটনায় আরও ২ থেকে ৩ জন আ’হত হয়েছেন। স্থানীয়রা তাদের সিলেট ওসমানী হাসপাতা’লে ভর্তি করেছেন।
গো’লাপগঞ্জ মডেল থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ হারুনূর রশীদ চৌধুরী বলেন, খবর পেয়ে পু’লিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Leave a Reply