cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
অ’বৈধভাবে তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে তীব্র তুষারপাতে ফেনীর এক যুবকের মৃ’ত্যুর খবর এসেছে পরিবারের কাছে।
নি’হত নজরুল ইস’লাম শাহীন (২৮) ফেনী পৌরসভা’র ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকার আবদুর রৌউফ মাস্টারবাড়ির মিজানুর রহমানের ছে’লে।
শাহীনের মামাতো ভাই নাসির উদ্দিন মানিক জানান, শাহীন ফেনীর শহীদ মেজর সালাহ উদ্দিন মমতাজ বীর উত্তম উচ্চ বিদ্যালয় থেকে ২০১০ সালে এসএসসি পাস করেন। ২০১৯ সালে জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওমান যান তিনি। সেখানে দুই বছর থাকার পর তিনি তুরস্ক চলে যান।
“কিছু বন্ধুর সঙ্গে শাহীন তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন। গত ২ ফেব্রুয়ারি পথে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে সবাই। এরপর থেকে শাহীনের কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার”, যোগ করেন নাসির।
শাহীনের বাবা মিজানুর রহমান বলেন, “দুই সপ্তাহ ছে’লের খোঁজ-খবর না পেয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছে’লের ছবি ও মুঠোফোন নম্বর দিয়ে সন্ধান চাই। মঙ্গলবার তুরস্ক থেকে মশিউর রাব্বী নামে এক প্রবাসী বাংলাদেশি শাহীনের ছবি দেখে এবং পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃ’ত্যুর বিষয়টি জানায়।
“শাহীনের ম’রদেহ তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতা’লের হিমঘরে রয়েছে বলেও জানান ওই প্রবাসী।”
মিজানুর রহমান ছে’লের লা’শ দেশে ফিরিয়ে আনতে সরকার ও দূতাবাসের সহযোগিতা কা’মনা করেন।
ফেনী পৌরসভা’র মেয়র নজরুল ইস’লাম স্বপন মিয়াজী বলেন, “নজরুল ইস’লাম শাহীন তুরস্কে তুষারপাতে নি’হত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানতে পেরেছেন। লা’শ দেশে আনতে নি’হতের পরিবার যদি পৌরসভা’র কোনো সহযোগিতা চায় তাহলে সে অনুযায়ী সহায়তার চেষ্টা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।”
Leave a Reply