cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মা’র্কিন যু’ক্তরাষ্ট্রে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পু’লিশের গু’লিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃ’ত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শহরের রাজপথে ব্যাপক বি’ক্ষোভ করে সাধারণ মানুষ।
শনিবার হাজারো বি’ক্ষোভকারী এ হ’ত্যার বিচারের দাবিতে মিছিল করেন। দুই বছর আগে এই শহরেই শ্বেতাঙ্গ পু’লিশের হাতে নি’হত হয়েছিলেন কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড।
এরবার ঘটনাটি ঘটল গত বুধবার। মিনিয়াপোলিসে নি’হত আমিরের অ্যাপার্টমেন্টে তল্লা’শি চালায় পু’লিশ। সে সময় পু’লিশের গু’লিতে নি’হত হন ২২ বছর বয়সী আমির। হ’ত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে তীব্র শীত উপেক্ষা করেই শনিবার শহরের কেন্দ্রস্থলে শান্তিপূর্ণ বি’ক্ষোভ ও মিছিল হয়। সেখানে জড়ো হন হাজারো বি’ক্ষোভকারী। এ সময় বি’ক্ষোভকারীরা ‘বিচার নেই, শান্তি নেই’ স্লোগান দেন। ওই ঘটনায় জ’ড়িত পু’লিশ সদস্যদের দ্রুত গ্রে’প্তার, শহররের মেয়র ও পু’লিশ প্রধানের পদত্যাগ দাবি করেন তারা।
বুধবার হ’ত্যাকা’ণ্ডের পরদিন পু’লিশের পক্ষ থেকে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তল্লা’শির সময় বিছানায় শুয়ে ছিলেন আমির। পু’লিশ তালা খুলে তার বাসায় প্রবেশ করে। এ সময় তিনি পু’লিশকে লক্ষ্য করে পি’স্তল তাক করেন। তবে গু’লি ছোড়েননি। এর পরপরই পু’লিশের গু’লিতে নি’হত হন তিনি। আমিরকে লক্ষ্য করে তিনটি গু’লি চালানো হয়।
পু’লিশ জানিয়েছে, আমিরের বাড়িতে তল্লা’শির জন্য তাদের কাছে ‘নো-নক ওয়ারেন্ট’ ছিল। এর ফলে তল্লা’শির আগে আগাম জানানোর প্রয়োজন হয় না। তবে আমিরের বি’রুদ্ধে কোনো অ’ভিযোগ ছিল কি না, থাকলেও সেটা কী’ ধরনের, সেসব কিছুই জানায়নি পু’লিশ।
এদিকে, দুই বছর আগে শ্বেতাঙ্গ পু’লিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নি’হত হওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছিল মিনিয়াপোলিসবাসী। পরে বর্ণবাদবিরোধী ওই বি’ক্ষোভ পুরো যু’ক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ফ্লয়েডকে হ’ত্যার দায়ে শ্বেতাঙ্গ পু’লিশ কর্মক’র্তা ডেরেক চৌভিনকে সাড়ে ২২ বছর কারাদ’ণ্ড দিয়েছেন আ’দালত। সূত্র : দ্য গার্ডিয়ান, রয়টার্স
Leave a Reply