cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
হবিগঞ্জের নবীগঞ্জ উপজে’লায় গৃহবধূ রাজনা বেগম হ’ত্যাকা’ণ্ডের ঘটনায় দায়েরকৃত মা’মলায় প্রধান আসামী স্বামীসহ ৩ জনকে গ্রে’প্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোহাম্ম’দ ডালিম আহমেদ গ্রে’প্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রে’প্তারকৃতরা হলেন- নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছে’লে ও নি’হত রাজনার স্বামী জাকারিয়া মিয়া (২৫), মৃ’ত আনোয়ার মিয়া চৌধুরীর ছে’লে সফিক মিয়া চৌধুরী (৫৬) ও তার ছে’লে আকরাম চৌধুরী মাসুম (২১)।
এর আগে গত (২ ফেব্রুয়ারি) নি’হত রাজনা বেগমের ভাই সুফি মিয়া বাদী হয়ে রাজনার স্বামী জাকারিয়া আহম’দসহ ৫ জনের বি’রুদ্ধে থা’নায় হ’ত্যা মা’মলা দায়ের করা হয় ।
জানা যায়- প্রায় ৬ মাস পূর্বে উপজে’লার সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের সবুজ মিয়ার ছে’লে জাকারিয়া মিয়ার সাথে পশ্চিম তিমিরপুর গ্রামের মৃ’ত আঃ রহিমের মে’য়ে রাজনা বেগমের বিয়ে হয়। এরপর থেকে জাকারিয়া ও রাজনা একসাথে সংসার করে আসছিলেন। গত ১০-১২ দিন পূর্বে রসুলগঞ্জ বাজারের সফিক মিয়া চৌধুরীর মালিকানাধীন একটি বাসা ভাড়া নেন জাকারিয়া মিয়া ও তার স্ত্রী’ রাজনা বেগম। এরপর থেকে স্বামী-স্ত্রী’ ওই বাসায় বসবাস করে আসছিলেন।
সোমবার (৩১ জানুয়ারি) বিকালে রাজনা বেগমের মা রাজনাকে দেখতে ওই ভাড়া বাসায় যান। এসময় তাদের বসবাসরত কক্ষের দরজা বন্ধ দেখে ডা’কাডাকি করেন। এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে মে’য়ের র’ক্তাক্ত দেহ বিছনার ওপর পড়ে থাকতে দেখেন। এসময় তার চি’ৎকারে আশাপাশের লোকজন এসে পু’লিশকে খবর দেয়।
খবর পেয়ে নবীগঞ্জ থা’নার একদল পু’লিশ ঘটনাস্থলে পৌঁছে নিজ কক্ষের বিছনার ওপর থেকে গলাকা’টা অবস্থায় রাজনা বেগমের লা’শ উ’দ্ধার করা হয়। এ সময় একটি র’ক্তমাখা বটি দা উ’দ্ধার করা হয়। এঘটনার পর থেকে রাজনা বেগমের স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলনা।
গত ২ ফেব্রুয়ারি রাজনা বেগমকে যৌতুকের জন্য নি’র্যা’তন করে গলাকে’টে হ’ত্যা ও সহযোগিতার অ’ভিযোগ এনে নি’হত রাজনার ভাই সুফি মিয়া বাদী হয়ে রাজনার স্বামী জাকারিয়া আহম’দ, ভাড়া বাসার মালিক সফিক মিয়া চৌধুরী ও তার ছে’লে আকরাম চৌধুরী মাসুমসহ ৫ জনের বি’রুদ্ধে নবীগঞ্জ থা’নায় হ’ত্যা মা’মলা দায়ের করা হয় ।মা’মলার পর আসামীদের ধরতে অ’ভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জে’লার সরাজিদখান থা’না এলাকায় অ’ভিযান চালিয়ে মা’মলার প্রধান আসামী রাজনার স্বামী জাকারিয়া মিয়া (২৫) কে গ্রে’প্তার র্যাব-৯।
ওইদিন রাতেই র্যাব-৯ এর অ’পর আরেকটি আভিযানিক দল নবীগঞ্জ উপজে’লার রসুলগঞ্জ বাজারে অ’ভিযান চালিয়ে হ’ত্যা মা’মলার আসামী ভাড়া বাসার মালিক সফিক মিয়া চৌধুরী (৫৬) ও তার ছে’লে আকরাম চৌধুরী মাসুম (২১) কে গ্রে’প্তার করে।
র্যাব-৯ মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুম’দার গণমাধ্যমে প্রেরিত সংবাদ বি’জ্ঞপ্তিতে জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা’মলার প্রধান আসামী রাজনার স্বামী জাকারিয়া হ’ত্যাকা’ন্ডের দায় স্বীকার করেছে।
সংবাদ বি’জ্ঞপ্তিতে র্যাব জানায়- জাকারিয়া পেশায় একজন সিএনজি চালক এবং রাজনা বেগমের সাথে ৪ বছরের প্রে’মের স’ম্পর্কের পর গত বছর পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে সিএনজি কেনার কথা বলে যৌতুকের টাকার জন্য রাজনা এবং তার পরিবারকে বিভিন্ন ভাবে চাপ দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে যৌতুকের টাকার জন্য প্রথমে জাকারিয়া তার স্ত্রী’ রাজনা বেগমের হাত-পা ওড়না দিয়ে বেঁধে ফেলে। ভ’য়-ভীতি দেখায় এবং শারীরিকভাবে নি’র্যা’তন করে। পরবর্তীতে জাকারিয়া তার শ্বশুর বাড়িতে ফোন দিয়ে টাকা দাবি করে এবং সিএনজি কেনা বাবদ টাকা না দিলে রাজনাকে মে’রে ফেলার হু’মকি প্রদান করে। শ্বশুর বাড়ির লোকজন টাকা দিতে রাজী না হওয়ায় হাত-পা বাঁ’ধা অবস্থায় সে তার স্ত্রী’র মুখ ওড়না দিয়ে বেধে ফেলে যাতে চি’ৎকার করতে না পারে। পরে রান্না ঘরের ধারালো বটি-দা দিয়ে স্ত্রী’র গলা কে’টে হ’ত্যা করে ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যায়।
১ ফেব্রুয়ারি মধ্যরাতের দিকে বাসযোগে রওনা হয়ে ঢাকায় চলে যায় জাকারিয়া। ঢাকায় নিরাপদ আশ্রয় না পেয়ে সে তার একসময়কার কর্মস্থল মুন্সিগঞ্জের লতব্দী এলাকার ইট ভাটায় আত্মগো’পনের উদ্দেশ্যে গমন করে। অ’তঃপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান থা’নার লতব্দী এলাকা থেকে গ্রে’প্তার করা হয় রাজনা হ’ত্যার প্রধান আসামী জাকারিয়াকে।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মো. ডালিম আহমেদ গ্রে’প্তারের সত্যতা নিশ্চিত করে বলেন – ইতিমধ্যে গ্রে’প্তারকৃত সফিক মিয়া চৌধুরী ও তার ছে’লে আকরাম চৌধুরী মাসুমকে আ’দালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই মা’মলার প্রধান আসামী জাকারিয়াকে কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে। গ্রে’প্তারকৃত আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রি’মান্ড আবেদন করা হবে।
Leave a Reply