সর্বশেষ আপডেট : ৬ মিনিট ৪২ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

লেগুনার হেলপার সেজে হত্যার রহস্য বের করলেন এসআই

লেগুনাচালকের সহকারী সেজে ক্লু-লেস হ’ত্যাকা’ণ্ডের র’হস্য উন্মোচন ও আ’সামি ধরেছেন যাত্রাবাড়ী থা’নার এক উপ-পরিদর্শক (এসআই)। তার নাম বিল্লাল আল আজাদ। টানা চারদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, সাইনবোর্ড, কোনাবাড়ী, ডেম’রা, চিটাগাং রোড আর নারায়ণগঞ্জের জালকুড়ি লেগুনাস্ট্যান্ডে হেলপারি করে তিনি উদঘাটন করেন ক্লু-লেস হ’ত্যাকা’ণ্ডের র’হস্য। শনাক্ত করেন সেই লেগুনা এবং গ্রে’প্তারও করা হয় চারজনকে।

লেগুনার হেলপারি করে আয় করেন প্রায় ৭০০ টাকা। তবে, একদিন যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড হয়ে চিটাগাং রোড পর্যন্ত ১২ জন যাত্রী উঠলে চিটাগাং রোডে নামা’র সময় ভিড়ের মধ্যে চারজন ভাড়া না দিয়ে চলে যায়। চারজনের ভাড়া চালক এসআই বিলালের কাছ থেকে নিয়ে নেন বলেও জানান পু’লিশের এ কর্মক’র্তা।

জানা যায়, চলন্ত লেগুনা থেকে এক মাছ ব্যবসায়ীকে মা’রধর করে সর্বস্ব কেড়ে নিয়ে ফেলে যায় ছিনতাইকারীরা। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতা’লে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন। দুর্ঘ’টনায় অ’পমৃ’ত্যু বলে ম’রদেহের ময়নাত’দন্তও সম্পন্ন হয়। ঘটনার এক সপ্তাহ পর পু’লিশ উদ্ঘাটন করেছে সেটি অ’পমৃ’ত্যু নয়, হ’ত্যা।এ ঘটনায় গত ২৩ জানুয়ারি অ’জ্ঞাত আ’সামি করে যাত্রাবাড়ী থা’নায় মা’মলা করেন তার ছে’লে।

পু’লিশ জানায়, গত ২২ জানুয়ারি ভোর পৌনে ৬টার দিকে গু’লিস্তান ফ্লাইওভা’রের যাত্রাবাড়ী চৌরাস্তা বরাবর অংশ থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থা’নায় খবর দেন পথচারীরা। পরে তাকে উ’দ্ধার করে মিটফোর্ড হাসপাতা’লে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন। ওই দিন বিকেলেই খাইরুল ইস’লাম নামে এক যুবক যাত্রাবাড়ী থা’নায় গিয়ে অ’ভিযোগ করেন।

মা’মলার ত’দন্ত কর্মক’র্তা এসআই বিল্লাল আল আজাদ বলেন, ত’দন্তভা’র পেয়েই গু’লিস্তান ফ্লাইওভা’র সংলগ্ন বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। সিসিটিভি ফুটেজে একটি লেগুনা শনাক্ত করা গেলেও নম্বর প্লেট দেখা যায়নি। কিন্তু লেগুনায় যাত্রী ওঠার সিঁড়িতে লাল রং ছিল। এটাকেই ক্লু হিসেবে ধরে খু’নিদের শনাক্ত করার চেষ্টা করি। বিল্লাল আল আজাদ বলেন, কখনো কখনো স্ট্যান্ডে স্ট্যান্ডে চাকরি খোঁজার নামে খুঁজতে থাকি সেই লাল রঙের লেগুনাটি। হেলপার সেজে ঘুমিয়ে ছিলাম গাড়ির ভেতরেই। এভাবে অন্তত ৩০০ লেগুনা যাচাই করেছি। লাল পা-দানির লেগুনা না পেয়ে যাত্রাবাড়ী স্ট্যান্ডে গিয়ে নিজেই লেগুনা চালানোর আগ্রহের কথা জানাই অন্য চালক সহকর্মীদের কাছে। লাইনে কোনো লেগুনা বসে আছে কি না, তা খুঁজতে থাকি। শেষপর্যন্ত একজন জানান, একটি লেগুনা নষ্ট হয়ে কদমতলীর একটি গ্যারেজে পড়ে আছে। সেটি মেরামত করে চালানো যাবে। কারণ এর চালক অ’সুস্থ হয়ে গ্রামে চলে গেছেন। শেষ পর্যন্ত কদমতলীর ভুলুর গ্যারেজে গিয়ে পাই সেই লাল পা-দানির লেগুনা।

আমি বুঝতে পারছিলাম র’হস্য উদঘাটনের কাছাকাছি পৌঁছে গেছি। এরপর সেই লেগুনার মালিককে খুঁজে বের করি। তার কাছে জানতে চাই, এর আগে কে চালিয়েছিল এ লেগুনা। ঠিকানা নিয়ে জানতে পারি, ফরহাদ নামে সেই চালক মাদারীপুর শ্বশুড়বাড়িতে রয়েছেন। এরপর ২৪ জানুয়ারি রাতে টিম নিয়ে চলে যাই মাদারীপুর। পেয়েও যাই চালককে। কিন্তু চালক তথ্যপ্রমাণ দিয়ে বলতে থাকেন, ২১ জানুয়ারি তিনি লেগুনা জমা দিয়ে চলে এসেছিলেন। প্রযু’ক্তিগত ত’দন্তেও তার কথার প্রমাণ মেলে। এতে র’হস্য উদঘাটনে হতাশ হয়ে যাই।

র’হস্য উদঘাটন হলো যেভাবে: এসআই বিল্লাল বলেন, দুইজনের নাম জানলেও তাদের কোনো মোবাইল নম্বর বা বাসার ঠিকানা পাচ্ছিলাম না। গ্যারেজ থেকে বলা হয়, ওই দুইজন বিভিন্ন স্ট্যান্ডে আর বিভিন্ন গ্যারেজে থাকেন। কিন্তু দুই-তিনদিন ধরে তাদের পাওয়া যাচ্ছে না। এরপর ফের আমি হেলপার সেজে অন্য সহকর্মীদের মাধ্যমে মঞ্জুর নামের ওই চালককে খুঁজতে থাকি। একপর্যায়ে জানতে পারি, মঞ্জুরের হেলপার রহমান এখন বাসে হেলপারি করেন। শেষপর্যন্ত তাকে আ’ট’ক করা গেলেও মঞ্জুরকে আর পাওয়া যাচ্ছিল না।

তবে, আ’ট’কের বিষয়টি গো’পন রেখে রহমানকে মূলত চোখে চোখে রাখা হচ্ছিল এবং তার মাধ্যমে মঞ্জুরকে খোঁজা হচ্ছিল। এরপর সাইনবোর্ড স্ট্যান্ডে কাকতালীয়ভাবেই পাওয়া যায় মঞ্জুরকে। তাদের দুইজনের তথ্যের ভিত্তিতে গ্রে’প্তার করা হয় রিপন আর রুবেল নামে আরও দুইজনকে। ২৬ জানুয়ারি পর্যন্ত চলে পরিচয় লুকিয়ে করি হেলপারি। আ’ট’কদের তথ্যমতে, ফ্লাইওভা’রের ওপরের ম’রদেহটি ছিল মাছ বিক্রেতা মহির উদ্দিনের।

তাকে সাদ্দাম মা’র্কেট এলাকা থেকে লেগুনায় তুলে ফ্লাইওভা’রের ওপরে নিয়ে এসে তার কাছ থেকে পাঁচ হাজার ৯০০ টাকা ছিনিয়ে নেন আ’ট’করা। এরপর তাকে চলন্ত গাড়ি থেকে ফেলা দেন।

যাত্রাবাড়ী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মাজহারুল ইস’লাম বলেন, খুব অল্পসময়ের মধ্যে ক্লু-লেস এ হ’ত্যাকা’ণ্ডের আ’সামিদের গ্রে’প্তার করতে সক্ষম হয়েছি আম’রা। শিগগিরই এ মা’মলার অ’ভিযোগপত্র আ’দালতে উপস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: