cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ডক্টর মুহম্ম’দ জাফর ইকবালকে শাহ’জালাল বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ার অ’ভিমত জানিয়েছেন জনপ্রিয় অ’ভিনেত্রী বিপাশা হায়াত। ‘কড়চা’ নামে একটি ফেসবুক পেইজের লেখা শেয়ার করে তার ওপরে নিজের অ’ভিমত জানিয়ে ‘অয়োময়’ ধারাবাহিকের অ’ভিনেত্রী লিখেন, ‘জাফর স্যারের হাতে গড়া শাবিপ্রবি’র দায়িত্ব স্যারের হাতেই তুলে দেয়া হোক। ‘
বিপাশার দাবির পক্ষে অধিকাংশ ভক্তই একমত প্রকাশ করেছেন। কেউ কেউ বিশ্লেষণ করে জাফর ইকবালকে ভিসি বানানোর বিরোধিতাও করেছেন।
এতে তাঁর ‘ক্লিন ইমেজ’ ক্ষুণ্ণ হবে বলেও মনে করছেন অনেকে ৷
ইয়াসিন আলি নামের একজন লিখেছেন, ‘শাবিপ্রবির দায়িত্ব স্যারের হাতে তুলে দেয়ার মানে যদি স্যারের ওপর বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব অর্পণ করা বোঝানো হয়ে থাকে এই পোস্টে, তাহলে আমি বলব স্যারকে অ’ত্যন্ত সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে দেয়ার কথা বলা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক উনি। উনার ভিসি হয়েই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যু’ক্ত থাকতে হবে এমন না। বরং ভিসি না হয়ে বর্তমান অবস্থায় থাকলেই উনার সম্মানের জায়গাটা অক্ষুন্ন থাকবে। আমা’র ভ’য় হয়, উনি যদি কখনো ভিসির মতো কোনো বিতর্কিত পদের দায়িত্ব নিয়ে ফেলেন তখন মানুষ উনার প্রতি জাজমেন্টাল হয়ে যাবে। উনার প্রত্যেকটা কাজের ভাল মন্দ বিচার শুরু হবে, সাধারণ ছাত্রছা’ত্রী থেকে সবার মধ্যেই। ‘
বিপাশা হায়াত যে পোস্টটি শেয়ার করেছেন, তাতে শাবিপ্রবি শিক্ষার্থীদের অনশন ভাঙানোর একটি ছবি রয়েছে, যু’ক্ত রয়েছে ড. মুহম্ম’দ জাফর ইকবালের বক্তব্য।
বিপাশা হায়াত বর্তমানে যু’ক্তরাষ্ট্রে বসবাস করছেন। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের এ সুঅ’ভিনেত্রী ‘আ’গুনের পরশমনি’ চলচ্চিত্রে অ’ভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। আঁকিয়ে হিসেবেও তাঁর দারুণ দক্ষতা ৷ এশীয় চারুকলা প্রদর্শনী পুরস্কারও পেয়েছেন তিনি।
Leave a Reply