cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
শাহ’জালাল বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ২ শিক্ষার্থীকে আ’ট’কের অ’ভিযোগ উঠেছে অ’প’রাধ ত’দন্ত বিভাগের (সিআইডি) সাইবার পু’লিশ সেন্টারের বি’রুদ্ধে।
তারা হলেন-শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা নূর মুঈন ও সিএসই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান।
চলমান উপাচার্যবিরোধী আ’ন্দোলনের আ’ন্দোলনকারীদের ‘টাকা পাঠানোয়’ রেজা নূর মুঈনকে আ’ট’ক করা হয়েছে বলে মনে করেছেন তার স্ত্রী’ ও একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকোয়ান সালওয়া তাকরিম।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অ’ভিযোগ করে বলেন, ‘রেজা সন্ধ্যায় উত্তরা অ্যাগোরার কাছে মুদি কেনাকা’টার জন্য গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে সিআইডির সাইবার ক্রা’ইম ইউনিট তুলে নেয়।’
তিনি জানান, পরে রেজার সঙ্গে থাকা গাড়ি ফেরত দিতে তারা বাসায় আসে এবং জানায় যে তার স্বামীকে সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।
তার ধারণা, শাবিপ্রবিতে চলমান উপাচার্যবিরোধী আ’ন্দোলনের আ’ন্দোলনকারীদের ‘টাকা পাঠানোয়’ রেজাকে আ’ট’ক করা হয়েছে।
তারা দুজনেই শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী উল্লেখ করে তিনি বলেন, ‘এই আ’ন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আ’ন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছি এবং কিছু অর্থ সহযোগিতা করেছি।’
‘আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। শুধু জুনিয়রদের সাহায্য করার জন্য টাকা দিয়েছি,’ বলেন রেজার স্ত্রী’।
তাকরিম আরও বলেন, ‘পু’লিশ শাবিপ্রবির আরও ৩ সাবেক শিক্ষার্থীর বাসায় গিয়েছিল বলে জানতে পেরেছি।’
এদিকে শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী শাহ রাজী সিদ্দিক বলেন, ‘আমি আর হাবিবুর রহমান গত প্রায় আড়াই বছর ধরে একসঙ্গে থাকি। তাকে সন্ধ্যা ৭টার দিকে সিআইডির লোকেরা উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকা থেকে তুলে নিয়ে গেছে।’
তিনি জানান, হাবিব জার্মানির একটা সফটওয়্যার ফার্মে চাকরি পেয়েছি। গতকালই তার ভিসা হয়েছে।
তবে আ’ট’কের বিষয়ে জানতে সিআইডির মুখপাত্র আজাদ রহমান এবং সাইবার পু’লিশ সেন্টারের অ’তিরিক্ত পু’লিশ সুপার মাহমুদুল ইস’লাম তালুকদারকে একাধিকবার কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফোনে মেসেজ পাঠালে, তারও উত্তর দেননি। সৌজন্যঃ দ্য ডেইলি স্টার।
Leave a Reply