cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কমলগঞ্জে র্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর বিশেষ অ’ভিযানে ১ লক্ষ টাকা মূল্যের জাল টাকা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, নগদ ১৯ হাজার ৫ শতটাকাসহ প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের একজনকে আ’ট’ক করা হয়েছে।
রেব-৯ সূত্র জানায়, রোববার ১৬ জানুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে র্যাব-৯, সিলেট এর আওতাধীন সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল গো’পন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজে’লায় মুন্সীবাজারে মো: ফরিদ মিয়ার মালিকাধীন মেসার্স শরীফ ট্রেডার্সের সামনে জাল টাকা প্রস্তুত করে নিয়ে এসে বিক্রির জন্য একটি চক্রের একজন সদস্য অবস্থান করছে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে যোগেন্দ্র মল্লিক (৩৮), পিতা-দেবেন্দ্র মল্লিক, সাং- রুস্তমপুর, আলীশারকুল, সাতগাঁও ইউপি, থা’না-শ্রীমঙ্গল, জে’লা- মৌলভীবাজার-কে আ’ট’ক করে উপস্থিত জনগণের সামনে তার দেহ তল্লা’শী করে পরিহিত নেভি ব্লু রংয়ের জ্যাকে’টের বুকপকেট থেকে ১ লক্ষ টাকা মূল্যেমানের জাল টাকাসহ ২টি মোবাইল, ৪টি সীমকার্ড ও নগদ ১৯ হাজার ৫ শত টাকা উ’দ্ধার পূর্বক গ্রে’প্তার করে।
জিজ্ঞাসাবাদে গ্রে’প্তারকৃত যোগেন্দ্র মল্লিক র্যাবকে জানায়, সে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরে জালনোট তৈরি করে আসছে। সেই সুবাদে ঢাকা থেকে জালনোট প্রস্তুত করে নিয়ে এসে তার নিজ এলাকাসহ আশেপাশের থা’না ও জে’লায় জাল টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রে’প্তারকৃত আসামী এবং জ’ব্দকৃত আলামতের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব-৯ এর সূত্র জানায়।
সম্প্রতিকালে জাল টাকা তৈরির সাথে বেশ কয়েকটি চক্র জ’ড়িত আছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। বাংলাদেশের আর্থিক চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়ে অধিক মুনাফার লো’ভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ কিছু চক্র সক্রিয় হয়ে পড়ছে। এই চক্রগুলো জাল টাকা তৈরি করে কয়েকজন সদস্য দিয়ে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে দিয়ে সহ’জ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। দীর্ঘ অনুসন্ধানের পর এই রকম চক্রের সদস্য র্যাব-৯ এর জালে ধ’রা পড়েছে।
Leave a Reply