cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটে আ’ন্দোলনে নেমেছেন অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ‘দারাজ’র ডেলিভা’রিম্যানরা। বিভিন্ন দাবিতে তারা বুধবার (১২ জানুয়ারি) বেলা ২টার দিকে নগরীর ধোপাদিঘিরপারস্থ দারাজ কার্যালয়ের সামনে বি’ক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে প্রায় একই কারনে ফুডপান্ডার ডেলিভা’রিম্যানরা আ’ন্দোলনে নেমেছিলেন।
আ’ন্দোলনকারীদের অ’ভিযোগগুলো হচ্ছে- মাসিক বেতনের কোনো নিয়ম-নীতি নেই। প্রতি মাসে রাইডারদের প্রাপ্য বেতনের চাইতে কম দেওয়া হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ডিউটির নিয়ম থাকলেও তাদের দিয়ে ওভা’রটাইম করানো হয়, কিন্তু ওভা’রটাইমের পারিশ্রমিক দেওয়া হয় না। ডেলিভা’রির সময় ফোনের খরচ ও ডেলিভা’রের পর্যাপ্ত খরচ দেওয়া হয় না। কোনো ধরনের নোটিশ ছাড়াই নতুন নতুন নিয়ম রাইডারদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং অফিসে অবস্থান করতে বাধ্য করা হয়। দুই ঈদ ছাড়া আর কোনো ছুটি তাদের দেওয়া হয় না। মহামা’রি করো’নার সংক্রমণের সময় কোনো ধরনের সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়নি, এমনকি কোম্পানির পক্ষ থেকে সামান্য মাস্কও তাদের দেওয়া হয় না। অ’তিরিক্ত কাজ করানো এবং মানসিক চাপে রাখা হয়। ১৬টি বাইসাইকেল ক্রয়ের জন্য রাইডারদের কাছ থেকে চাকরি হা’রানো ভ’য় দেখিয়ে জো’রপূর্বক ৯৩ হাজার টাকা নেওয়া হয়। প্রতিদিন দুপুরের খাবারের জন্য টাকা দেওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত হঠাৎ বাতিল করা হয়েছে। তাছাড়া গত নভেম্বর মাসে টানা ২৪ ঘণ্টা ডিউটি করানো হলেও রাইডারদের প্রাপ্য পারিশ্রমিক দেওয়া হয়নি।
সিলেটে দারাজ কার্যালয়ের সামনে শতাধিক ডেলিভা’রিম্যান অবস্থান নিয়ে সাংবদিকদের কাছে এসব অ’ভিযোগ তুলে ধরেন। এসময় তারা অবিলম্বে তাদের প্রাপ্য মাসিক বেতন, ওভা’রটাইমের পারিশ্রমিকসহ সকল সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান। অন্যথায় তারা কঠোর আ’ন্দোলনে নামবেন বলে হুশিয়ার উচ্চারণ করেন।
তাছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন জানান।
Leave a Reply