cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কানাডাপ্রবাসী রাসেল রুপক আলবার্টার আথাবাসকা ইউনিভা’র্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এই পদে তিনিই প্রথম বাংলাদেশি। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর প্রায় চার হাজার শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।
আথাবাসকা ইউনিভা’র্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মূলত কানাডা সরকার এবং ইউনিভা’র্সিটির ছাত্রছা’ত্রীদের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এর মধ্যে ছাত্র-ছা’ত্রীদের উন্নয়নমূলক কর্মকা’ণ্ডের তদারকি, স্কলা’শিপ, রির্সাচ এবং ব্যবসায়ী অন্তর্ভুক্ত।
রাসেল রুপক আথাবাসকা ইউনিভা’র্সিটির গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির অধীনে প্রোগ্রাম রিভিউ কমিটিরও সদস্য। বর্তমানে তিনি ইউনিভা’র্সিটি অব আথাবাচকার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছেন। এছাড়াও তিনি ক্যালগেরি ফিশ অ্যান্ড গেম অ্যাসোসিয়েশনের ফান্ডরাইজিংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।
মানবসেবার প্রত্যয়, অদম্য সাহস আর মনোবল নিয়ে ২০০২ সালে উন্নত শিক্ষার জন্য তিনি কানাডার নোভাস্কোশিয়া প্রদেশের কেপ ব্রিটন ইউনিভা’র্সিটিতে কম্পিউটার সাইন্সে ভর্তি হন। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি প্রবাসী রাসেল রুপক কমিউনিটির বিভিন্ন সেবামূলক কর্মকা’ণ্ডে জড়িত। এছাড়াও তিনি বাংলাদেশ থেকে আগত নতুন আসা ছাত্র-ছা’ত্রীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন।
কমিউনিটির অব্যাহত সেবার পাশাপাশি ভবিষ্যতে রাসেল রুপক নতুন আসা বাংলাদেশি ছাত্র-ছা’ত্রীদের জন্য একটি স্কলারশিপ চালু করতে চান। এক প্রশ্নের জবাবে তিনি জাগো নিউজকে বলেন, ইচ্ছা শক্তি থাকলে সবই সম্ভব, প্রয়োজন শুধু মনোবলের। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই, সেই সঙ্গে মেধাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার ও দেশের সেবায় এগিয়ে আসতে হবে।
রাসেল রুপক বাংলাদেশের মাদারীপুরের চরমুগরিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে কানাডার ক্যালগেরিতে এনার্জি সেক্টরে অয়েল অ্যান্ড গ্যাস টেকনিক্যাল লিড হিসেবে কাজ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।
Leave a Reply