cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটের জকিগঞ্জের একটি ভোট’কেন্দ্রের সামনে থেকে সিল দেয়া ব্যালটসহ আ’ট’ক করা হয়েছে দুই রিটার্নিং কর্মক’র্তার বি’রুদ্ধে মা’মলা করেছে পু’লিশ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জকিগঞ্জ থা’নার উপ পরিদর্শক আব্দুল হাকিম বাদী হয়ে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইনে এই মা’মলা’টি দায়ের করেন বলে জানান সিলেটের অ’তিরিক্ত পু’লিশ সুপার (গণমাধ্যম) লুৎফুর রহমান।
দুপুরে তিনি বলেন, মা’মলায় হলেন উপজে’লা কৃষি কর্মক’র্তা আরিফুল হক ও উপজে’লা নির্বাচন কর্মক’র্তা সাদমান সাকিবকে গ্রে’প্তার দেখানো হয়েছে। আজ তাদের আ’দালতে তোলা হবে।
বুধবার বিকেলে সিল মা’রা ব্যালটসহ এই দুজনকে আ’ট’ক করেছিলো পু’লিশ।
বুধবার অনুষ্ঠিত জকিগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মক’র্তার দায়িত্বে ছিলেন আরিফুল ও সাদমান।
আ’ট’কের পর পু’লিশ জানায়, তারা সিলমা’রা ব্যালট গাড়িতে করে নিয়ে উপজে’লার কাজলসার ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন।
ভোট শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে সিলেটের জে’লা প্রশাসক (ডিসি) এম কাজী এম’দাদুল ইস’লাম ও পু’লিশ সুপার (এসপি) ফরিদ উদ্দিন ওই দুইজনকে আ’ট’ক করেন।
এ ঘটনায় কাজলসার ইউনিয়নের ভোট স্থগিত করা হয়।
জানা গেছে, বুধবার জকিগঞ্জের আরও কয়েকটি ইউনিয়নের সঙ্গে কাজলসার ও বারহাল ইউপিতেও ভোটগ্রহণ হয়। নির্বাচনী দায়িত্বে থাকা আরিফুল হক ও সাদমান সাকিবের স’ন্দেহ’জনক আচরণ এবং কেন্দ্রগুলোতে ব্যালট পেপার কম হওয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে জে’লা প্রশাসক ও পু’লিশ সুপারের উপস্থিতিতে উপজে’লার ম’রিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আ’ট’ক করা হয়। পরে তাদের গাড়িতে তল্লা’শি করে সিল মা’রা ১ হাজার ২০০টি ব্যালট পেপার ও সিলবিহীন ৪৫৬টি ব্যালট পেপার জ’ব্দ করা হয়।
পু’লিশের এক কর্মক’র্তা জানান, কৃষি কর্মক’র্তা আরিফুল হকের গাড়ি তল্লা’শি করে এক লাখ সাড়ে ২১ হাজার টাকা, একটি ফেন্সিডিল, ইয়াবা সেবনের সরঞ্জামও জ’ব্দ করা হয়েছে।
নাম প্রকাশে একাধিক সূত্র জানিয়েছে, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জুলকারনাইন লস্করকে ‘পাস করিয়ে দিতে’ আরিফুল হক ও সাদমান সাকিব ১৪ লাখ টাকার চুক্তি করেছিলেন। এছাড়া ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীদের পাস করাতে আরও ২ লাখ টাকার চুক্তি করেন তারা।
Leave a Reply