সর্বশেষ আপডেট : ১৬ মিনিট ৫৩ সেকেন্ড আগে
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

মধ্যপ্রাচ্যে বিমানের টিকিট, দাম কমলেও এখনই সুফল পাচ্ছেন না প্রবাসীরা

বিমানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মধ্যপ্রাচ্যের পাঁচটি গন্তব্যে ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৬ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই পাঁচ গন্তব্যের টিকিট বিক্রি হয়ে গেছে বলে বিমানের সেলস কাউন্টারগুলো থেকে জানা গেছে। ফলে এই সময়ে টিকিটের দাম কমা’র সুবিধা বিদেশগামীরা পাবেন না।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিমান যে ভাড়া কমিয়েছে, তাতে প্রবাসীদের কোনো কাজে আসছে না। কারণ, গত পাঁচ মাস অনলাইনেও টিকিট বিক্রি বন্ধ আছে। তাই ট্রাভেল এজেন্সিগুলোর কাছ থেকে মধ্যপ্রাচ্যগামীদের বেশি দামে টিকিট কিনতে হচ্ছে। অবশ্য বিমান কর্তৃপক্ষ বলছে, মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের সুবিধার কথা চিন্তা করেই তারা নতুন করে ভাড়া কমিয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানায়, প্রতি সপ্তাহে আবুধাবীতে বিমানের চারটি ফ্লাইট, দুবাইতে সাতটি, দাম্মামে পাঁচটি, জেদ্দায় সাতটি ও রিয়াদে ছয়টি ফ্লাইট যায়।

টিকিটের দাম কমল যত
গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারি) বিমান কর্তৃপক্ষ এক বি’জ্ঞপ্তিতে জানায়, ঢাকা-জেদ্দা গন্তব্যে ইকোনমি ক্লাসের প্রতি টিকে’টের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭২ হাজার ৪৫৫ টাকা, যা কমিয়ে ট্যাক্সসহ ৬৪ হাজার ৮২০ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-রিয়াদ বা দাম্মাম গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭০ হাজার ৭৫৮ টাকা, যা কমিয়ে ট্যাক্সসহ ৬৩ হাজার ১২৩ টাকা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকারের স্বাক্ষর করা ওই বি’জ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা-দুবাই গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৭৫ হাজার ৫০৮ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৬২ হাজার ৭৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-আবুধাবী গন্তব্যে ইকোনমি ক্লাসের একমুখী সর্বোচ্চ ভাড়া বর্তমানে ট্যাক্সসহ ৬৭ হাজার ২৫ টাকা থেকে কমিয়ে ট্যাক্সসহ ৫৮ হাজার ৫৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফেব্রুয়ারি পর্যন্ত বেশি ভাড়াতেই টিকিট কিনতে হবে
আজ বুধবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মতিঝিল, ফার্মগেট ও বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টারে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্যের ওই পাঁচ গন্তব্যের কোনো টিকিট নেই। মা’র্চ মাসের টিকিট আছে।
বিমানের একজন ঊর্ধ্বতন কর্মক’র্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘এটা সত্য যে ফেব্রুয়ারি পর্যন্ত কোনো আসন ফাঁকা নেই। এখন ফেব্রুয়ারিতে টিকিট বুক দেওয়া কোনো যাত্রী যদি ভ্রমণ বাতিল করেন, তখন সেই টিকিট রিপ্লেস করে আম’রা দিতে পারব। টিকিট সব বিক্রি হয়ে গেছে। ভাড়া কমানো হলেও প্রবাসীদের উপকার হবে না। কারণ, তাঁরা তো সরাসরি টিকিট কাটেন না, কাটেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ফলে ফেব্রুয়ারি পর্যন্ত বেশি ভাড়া দিয়েই টিকিট কিনতে হবে।’

এ বিষয়ে জানতে চাইলে বিমানের মুখপাত্র উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, বিমানের ভাড়া কমানোর বি’জ্ঞপ্তিতে বলা আছে, জানুয়ারি থেকে এবং আসন খালি থাকা সা’পেক্ষে নতুন কমানো ভাড়ায় টিকিট পাওয়া যাবে। এ বিষয় ঠিক হতে আরও কিছুদিন লাগবে। পরে যাঁরা টিকিট কিনবেন, তাঁরা কমানো ভাড়াতেই কিনতে পারবেন।

মনে হচ্ছে, মুখে মুখে ঘোষণা
মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে এয়ারলাইনসগুলোর টিকে’টের দাম নিয়ন্ত্রণে আনতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ট্রাভেল এজেন্সির মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।

আটাব জানায়, গত নভেম্বর পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাত্রীদের টিকে’টের দাম ছিল ৪০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে ৭০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার পর্যন্ত উঠেছে।

আটাব সভাপতি মনছুর আহামেদ কালাম প্রথম আলোকে বলেন, ‘বিমানের ভাড়া কমানোর এই ঘোষণা মিডিয়ায় দেখেছি। তবে বাস্তবতা হচ্ছে, ফেব্রুয়ারি পর্যন্ত তো সব ফ্লাইট ক্লোজ, টিকিট বিক্রি হয়ে গেছে। আম’রা বিমানের টিকিট বিক্রির জন্য জিডিএসে (গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম) নেটওয়ার্কে ঢুকে আসন পাচ্ছি না। জিডিএসে বিমানের ভাড়া কমানোর বিষয়ে কোনো ঘোষণা নেই। এটা মনে হচ্ছে, মুখে মুখে ঘোষণা।’

যথাসময়ে যথোপযু’ক্ত সিদ্ধান্ত হয়নি
ব্র্যাকের মাইগ্রেশন বিভাগ জানিয়েছে, গত ডিসেম্বর মাসে বিদেশে গিয়েছেন ১ লাখ ৬৪ হাজার প্রবাসী শ্রমিক। নভেম্বর মাসে গিয়েছে ১ লাখ ২ হাজার প্রবাসী। এর মধ্যে ৭৪ শতাংশ গিয়েছেন সৌদি আরবে। এই শ্রমিকদের বাড়তি ভাড়ায় টিকিট কাটতে হয়েছে।
ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বলেন, গতকাল বিমান যে ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে, সেটি যথাসময়ে যথোপযু’ক্ত সিদ্ধান্ত হয়নি। সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। প্রতিষ্ঠার ৫০ বছর উপলক্ষে বিমানের উচিত ছিল মধ্যপ্রাচ্যে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে ভাড়া নিয়ন্ত্রণে আনা। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষও বিদেশি এয়ারলাইনসগুলোর সঙ্গে আলোচনা করে ভাড়া কমিয়ে আনার চেষ্টা করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: