সর্বশেষ আপডেট : ১১ ঘন্টা আগে
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

শ্রীমঙ্গলে শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা

পঞ্চ’ম ধাপে শ্রীমঙ্গল উপজে’লার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তের প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মাঠ চষে বেড়িয়েছেন।

৫ জানুয়ারি ১০০ কেন্দ্রের ৫৩০ বুথে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ৯ ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ১৬৭ এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৮৭৬ জন।

৯ ইউনিয়নে ৪৪ জন চেয়ারম্যান, ১২৮ জন সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ৩৮৫ পুরুষ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন ঘিরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত শান্তিপূর্ণ প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন ও উপজে’লা প্রশাসন উপজে’লাজুড়ে শান্তিপূর্ণ ভোটগ্রহণে ব্যাপক প্রস্তুতির খবর পাওয়া গেছে।

৯ ইউপিতে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন— ১নং মির্জা’পুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে অ’পূর্ব চন্দ্র দেব, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মনু মিয়া, ঘোড়া প্রতীকে মিছলু আহমেদ চৌধুরী ও মোটরসাইকেল প্রতীকে মো. সুফি মিয়া।

২নং ভুনবীর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. আব্দুর রশিদ, অটোরিকশা প্রতীকে দুলাল মিয়া, ঘোড়া প্রতীকে মোহাম্ম’দ ইদ্রিস আলী, আনারস প্রতীকে মো. জলিল মাহমুদ, মোটরসাইকেল প্রতীকে জহিরুর আলম রনি ও চশমা প্রতীকে রইস আলী।

৩নং শ্রীমঙ্গল ইউনিয়নে নৌকা প্রতীকে আবু তা’লেব বাদশা, ঘোড়া প্রতীকে মো. দুধু মিয়া ও আনারস প্রতীকে শাহ মো. লিয়াকত আলী।

৪নং সিন্দুরখান ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল্লাহ আল হেলাল, ঘোড়া প্রতীকে ইয়াসির আরাফাত রবিন, অটোরিকশা প্রতীকে সালাউদ্দিন, দুটি পাতা প্রতীকে নার্গিস আক্তার, মোটরসাইকেল প্রতীকে মো. ওয়াছি উদ্দিন তালুকদার, আনারস প্রতীকে জসিম উদ্দিন ও চশমা প্রতীকে মো. মানিক মিয়া।

৫নং কালাপুর ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল মুতলিব, আনারস প্রতীকে মুজিবুর রহমান, ঘোড়া প্রতীকে মো. ফজলুর রহমান ফজলু, মোটরসাইকেল প্রতীকে মাম’রুল আলম বদরুল, অটোরিকশা প্রতীকে মো. দেলোয়ার হোসেন ও চশমা প্রতীকে মো. হাফিজুর রহমান চৌধুরী।

৬নং আশিদ্রোন ইউনিয়নে নৌকা প্রতীকে রনেন্দ্র প্রসাদ বর্ধণ, আনারস প্রতীকে মো, তাজউদ্দিন, ঘোড়া প্রতীকে মো. আরজু মিয়া ও মোটরসাইকেল প্রতীকে শামসুল আলম সরাফত।

৭নং রাজঘাট ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয় বুনার্জি, আনারস প্রতীকে ধীমান চন্দ্র বসাক, চশমা প্রতীকে মাখন লাল কর্মকার ও মোটরসাইকেল প্রতীকে মনোরজন গোয়ালা।

৮নং কালীঘাট ইউনিয়নে নৌকা প্রতীকে প্রা’ণেশ গোয়ালা, আনারস প্রতীকে বিজয় হাজরা, ঘোড়া প্রতীকে রাজকুমা’র গোয়ালা ও মোটরসাইকেল প্রতীকে শান্ত তাঁতি।

৯নং সাতগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে দেবাশীষ দেব, ঘোড়া প্রতীকে দীপক বাউরি ও আনারস প্রতীকে মিলন শীল।

নির্বাচন কর্মক’র্তা তপন জ্যোতি অসীম বলেন, ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৯ ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পু’লিশ, র্যাব, আনসার ও বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে তিনি জানান।

শ্রীমঙ্গল থা’নার ওসি শামীম অর রশীদ তালুকদার বলেন, নির্বাচন ঘীরে ঝুঁ’কিপূর্ণ কেন্দ্রসহ সব কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: