cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জের তাহিরপুর উপজে’লার রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখি শিকারীদের হা’মলায় তিন জন আ’হত হয়েছেন।
পাখি শিকারের টেঁটাসহ এক শিকারীকে আ’ট’ক করা গেলেও শিকার করা পাখি নিয়ে পালিয়ে যায় তার সহযোগিরা।
রোববার রাত আনুমানিক ৮টায় টাঙ্গুয়ার হাওরের পাখির অভ’য়াশ্রম লেচুয়ামা’রা বিল নামক স্থানে এই ঘটনাটি ঘটে।
আ’ট’ক পাখি শিকারী উপজে’লার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের সিরাজ মিয়ার ছে’লে জমির মিয়া (৩০)।
আ’হতরা হলেন- টাঙ্গুয়ার হাওরে দায়িত্বরত আনসার ক্যাম্পের সহকারী (নৌকা চালক) মেহেদী হাসান শুভ (২৫), কমিউনিটি গার্ডের সদস্য হাবিবুর রহমান বাদশা (২৬), জে’লা প্রশাসকের নিয়োগপ্রাপ্ত নৌকা চালক মনির মিয়া (২৭)।
এদের মধ্যে নৌকা চালক মেহেদী হাসান শুভর অবস্থা আশ’ঙ্কাজনক হওয়ায় তাকে তাহিরপুর উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে প্রেরণ করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নৌকা চালক মনির মিয়া জানান, টাঙ্গুয়ার হাওরের পাখির অভ’য়াশ্রম লেচুয়ামা’রা বিলে পাখি শিকার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদকসহ ৭ থেকে ৮ জনের একটি দল নৌকা যোগে পাখি শিকার ঠেকাতে অ’ভিযানে নামেন।তারা টাঙ্গুয়ার হাওরের পাখির অভ’য়াশ্রম লেচুয়ামা’রা বিলে গেলেই দূর থেকে পাখি শিকারীরা নৌকা থেকে কমিউনিটি গার্ডের টহলকৃত নৌকা লক্ষ্য করে ইটপাট’কেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে কাছাকাছি গেলে, পাখি শিকারীদের হাতে থাকা পাখি শিকারে টেঁটা দিয়ে দিয়ে হা’মলা চালিয়ে তিনজনকে গুরুতর আ’হত করে।
তাহিরপুর উপজে’লা নির্বাহী কর্মক’র্তা (ভা’রপ্রাপ্ত) মো. আলাউদ্দিন জানান, টাঙ্গুয়ার হাওরে পাখি শিকার বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অ’প’রাধীদের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আ’হতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।
Leave a Reply