cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ব্রিটেনের ল্যাঙ্কাস্টারে ঘরে ঢুকে নারীকে ধ’র্ষণচেষ্টার পর ডিএনএ টেস্টের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে জে’ল দিয়েছেন প্রিস্টন ক্রাউন আ’দালত।
মামুন আহমেদ (৩৩) নামের ওই যুবককে যৌ’ন হয়’রানির দায়ে ৪ বছর ৪ মাসের কারাদ’ণ্ড দেওয়া হয়েছে।
পু’লিশ জানিয়েছে, মামুন আহমেদ চলতি বছরের অক্টোবর মাসে ল্যাঙ্কাস্টারে সেন্ট জর্জ কোয়ে এলাকার একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। প্রথমে মামুন আহমেদ সেই বাড়ির মোবাইল ফোন চু’রি করেন। এরপর তিনি ভুক্তভোগী নারীর শোয়ার ঘরে প্রবেশ করেন।
ত’দন্তকারী পু’লিশের কাছে ভুক্তভোগী নারী জানান, তিনি গভীর ঘুমে ছিলেন। একসময় তিনি টের পেলেন তার বিছানায় কেউ একজন আছেন এবং তাকে ধ’র্ষণ করার চেষ্টা করছেন। সেই নারী চি’ৎকার করলে তার পাশের রুমের মানুষ সেই রুমে আসেন।
তখন মামুন আহমেদের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে অ’প’রাধী পালিয়ে যান। ধস্তাধস্তি থেকে ঝরা র’ক্ত থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মামুনকে শনাক্ত করা হয়।
আ’দালত বলেছেন, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী ঘটনার পর যখন তারা মামুন আহম’দকে খুঁজে বের করেন তখন তিনি একই জ্যাকেট পরা ছিলেন, যা ভুক্তভোগী নারীর বর্ণনা করেছিলেন।
ঘটনার শিকার নারী বলেছেন, ‘সেই দিন রাতের ঘটনা তার জন্য ভোলা এত সহ’জ নয়’। তবে অ’প’রাধীর শা’স্তি হওয়ায় আ’দালতকে ধন্যবাদ জানান তিনি।
Leave a Reply