cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ক্রিকেটার নাসিরের সাবেক প্রে’মিকা মডেল ও অ’ভিনেত্রী সুবাহ শাহ হু’মায়রাকে বিয়ে করলেন গায়ক ইলিয়াস হোসাইন।
প্রে’মের ইলিয়াসের প্রে’মের গুঞ্জন শোনা যায়।
কিন্তু সেটা নিশ্চিত না করে ইলিয়াস বলেছিলেন, আম’রা ভালো বন্ধু। কিন্তু এই বন্ধুত্বের নমুনা গণমাধ্যমকর্মীদের চোখ এড়ায়নি।
অবশেষে হু’মায়রা সুবাহ বৃহস্পতিবার নিজেদের গায়ে হলুদের ছবি প্রকাশ করেছেন। এ বিষয়ে কালের কণ্ঠের পক্ষ থেকে যোগাযোগ করলে সুবাহ গায়ে হলুদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হ্যাঁ আমাদের গায়ে হলুদ হয়েছে। কবে হয়েছে জানানি। বিয়ে কবে হয়েছে এ প্রশ্নের জবাব এড়িয়ে যান তিনি।
বিষয়টি নিয়ে ইলিয়াসের সঙ্গে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি। ফেসবুকের মেসেঞ্জারে ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।
তবে একটি সূত্র জানাচ্ছে সুবাহ ও ইলিয়াস কিছুদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এ সময় কাছের কয়েকজন মানুষ ছিলেন। ইলিয়াস ও সুবাহ এখন একসঙ্গেই সংসার পেতেছেন রাজধানীর বনানী এলাকায়।
এর আগে কক্সবাজারের একটি হোটেলে অবস্থান করার ছবি প্রকাশ করেন সুবাহ। সেই ছবি স’ম্পর্কে সুবাহ ফেসবুকে লিখেছিলেন, শুটিং টাইম। খোঁজ নিয়ে জানা গেছে সুবাহ ও ইলিয়াসের একত্রে কোনো শুটিংয়ের কাজ হয়নি।
ইলিয়াস একাধিকবার কালের কণ্ঠের নিকট স’ম্পর্কের ব্যাপারটি শুধু বন্ধু, পরিচিত বলে এড়িয়ে গিয়েছিলেন।
২০১৯ সালে সুবাহ রফিক সিকদারের বসন্ত বিকেল চলচ্চিত্রের মহরত থেকে আলোচনায় আসেন। এরপর চলচ্চিত্রাঙ্গনের মানুষরা সুবাহকে চেনেন। এরপর একে একে ৬টি চলচ্চিত্রে কাজ করেছেন সুবাহ। যদিও এখন পর্যন্ত কোনো ছবিই মুক্তি পায়নি। তবে আলোচনার তুঙ্গে উঠে আসেন তিনি।
ইলিয়াস সংগীতশিল্পী হিসেবে বেশ নাম করেছিলেন। তবে দীর্ঘদিন ধরে তিনি সংগীতে নেই।
ইলিয়াস হোসাইন না বলা কথা, আমা’র ভিতর, এক পলকে, নীল নয়না, সারাটি জীবন, শোন একটা কথা বলি গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে তুমুল জনপ্রিয়তা পান।
Leave a Reply