cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ক্রিকেটার নাসির ও তার স্ত্রী’ তামিমা’র বিয়ের ইস্যুতে মা’মলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়েছেন তামিমা।
অব্যাহতি চাওয়ার কারণ হিসেবে তামিমা মৌখিকভাবে আ’দালতকে সোমবার (২০ ডিসেম্বর) জানিয়েছেন, তিনি গর্ভবতী। তবে তার সন্তানের পিতৃপরিচয় নিয়েও রয়েছে প্রশ্ন।
কেননা বিচারাধীন মা’মলা’টির রায় হওয়ার পর নাসির যদি তামিমা’র স্বামী হিসেবে বৈধতা না পান তাহলে তামিমা’র সন্তানের পিতৃপরিচয় নিয়েই প্রশ্ন উঠবে বলে জানিয়েছেন রাকিবের আইনজীবী ইস’রাত হাসান।
ইস’রাত হাসান জানান, আ’দালতে তামিমা বলেছেন, তিনি ছয় মাসের গর্ভবতী। কিন্তু যেখানে স্বামীর বৈধতার বিষয়টিই এখনো মীমাংসা হয়নি সেখানে তামিমা’র গর্ভের সন্তান নিয়ে আইনি জটিলতা তৈরি হবে।
যদি রাকিব এই মা’মলায় জেতেন তাহলে এই সন্তানের ভরণ-পোষনের বিষয় রয়েছে। অন্যদিকে, নাসির স্বামী হিসেবে বৈধতা না পেলে তামিমা’র সন্তানের পিতৃপরিচয় নিয়েও উঠবে প্রশ্ন।
আগের স্বামীকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসির-তামিমা’র বিয়ের ইস্যুতে মা’মলায় ব্যক্তিগত হাজিরার আবেদনটি আ’দালতে নাকচ হলেও তারা তিনজনই আগের শর্তে জামিন পেয়েছেন। শর্ত অনুযায়ী তাদের নিয়মিত হাজিরা দিতে হবে। প্রসঙ্গত, দুই মাস আগে মুচলেকা দিয়ে জামিন পেয়েছিলেন তারা।
আজ (২০ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম মোহাম্ম’দ জসিমের আ’দালত এই আদেশ দেন। একই সঙ্গে অন্যের স্ত্রী’কে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির মা’মলায় অ’ভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৪ জানুয়ারি ধার্য করেছেন আ’দালত।
গত ৩০ সেপ্টেম্বর নাসির ও তামিমা’র বিয়ে অ’বৈধ বলে আ’দালতে ত’দন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই।
নাসির-তামিমা ও তার শাশুড়ির বি’রুদ্ধে অ’ভিযোগে বলা হয়, তামিমা বাদীর সঙ্গে বিয়ের স’ম্পর্ক চলমান থাকা অবস্থায় তথ্য গো’পন করে ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন। তামিমা বিদেশি একটি এয়ারলাইনসে কেবিন ক্রু হিসেবে কাজ করেন।
এর আগে, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি বাদী রাকিবের সঙ্গে তামিমা’র বিয়ে হয়। তোবা হাসান নামে ৮ বছর বয়সী তাদের একটি মেয়েও আছে।
Leave a Reply