cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কবিতাটির নাম ফাতিহা। ইস্ট লন্ডনের ছোট একটি মেয়ের অনেক বড় হওয়ার স্বপ্ন দেখার গল্প উঠে এসেছে এই কবিতায়। ফাতিহার অনুপস্থিতিতে কবিতাটি আবৃত্তি করে তাঁর সহপাঠী বন্ধুরা।
১১ বছর বয়সের মেয়ে ফাতিহা সাবরিন পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা শেডওয়েলে তাঁর নিজের বাসায় ম’র্মা’ন্তিকভাবে মৃ’ত্যুবরণ করে। ফাতিহাকে যারা ভালবাসতো এবং যারা তাঁকে চিনতো, তাঁরা সবাই তাঁর মৃ’ত্যুতে গভীরভাবে শোকাহত।
টাওয়ার হ্যামলেটসের বাটারকাপ প্রাই’মা’রি স্কুলের ইয়ার-সিক্স এর শিক্ষার্থী ছিল ফাতিহা সাবরিন। স্কুলের কাছেই নিদা হাউসে সে তাঁর মা-বাবা এবং এক ছোট ভাইয়ের সাথে বসবাস করতো।
ফাতিহার লেখা কবিতাটি জাতীয় কবিতা প্রতিযোগিতায় স্থান পায়। কিন্তু সুখবরটি আসে তাঁর মৃ’ত্যুর পর। ফাতিহার মৃ’ত্যুর পর তাঁর স্কুলে খবর আসে কয়েক হাজার অংশগ্রহণকারীর মধ্যে ফাতিহা বিজয়ী হয়েছে।
দমকল বাহিনীর কর্মীরা নিদা হাউস থেকে পেস্ট কন্ট্রোল কেমিকেল, অর্থাৎ কী’টনাশক রাসায়নিক দ্রব্য উ’দ্ধার করেছেন। মেট্রোপলিটন পু’লিশ ঘটনার ত’দন্ত করছে।
ফাতিহা সাবরিনের পরিবার এই মুহূর্তে কেবল শোকগ্রস্ত নয়, তাঁরা তাদের বাসায়ও ফিরতে পারছেনা। নিদা হাউসের অন্য বাসিন্দাদেরও একই অবস্থা। ভবনটিকে খালি করে এর সকল বাসিন্দাকে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ফাতিহাকে স্ম’রণ করে রাখতে এবং তাঁর সাফল্যকে উদযাপন করতে তাঁর স্কুল কর্তৃপক্ষ এক কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছে।