cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
লক্ষ্মীপুরে স্বীকৃতিস্বরূপ ৬৫ জন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে মহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার দ্বিতীয় শাখা ভবনে আয়োজিত বার্ষিক ইস’লামি বয়ান অনুষ্ঠানে হাফেজদের মাঝে পাগড়ি বিতরণ করা হয়। এ সময় মাদরাসার কিতাব শাখার ৫ তলা ভবনের উদ্বোধন করেন অ’তিথিরা।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও লক্ষ্মীপুর পৌরসভা’র সাবেক মেয়র আবু তাহেরের সভাপতিত্বে এতে প্রধান অ’তিথি ছিলেন ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন (দা. বা.)।
হাফেজদের পাগড়ি পরিয়ে দেন মাদরাসার বার্ষিক ইস’লামি বয়ানের বিশেষ অ’তিথি ঢাকার জামেয়া ফজলুল উলুম মাদরাসার শায়খুল হাদিস মুফতি ওম’র ফারুক সন্দিপী।
বিশেষ অ’তিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়্যার প্রধান প্রশিক্ষক আল্লামা শি’ব্বির আহম্ম’দ (দা. বা.) ও লক্ষ্মীপুর দারুল উলুম কা’মিল মাদরাসার মহাদ্দিস মুহাম্ম’দ মহিউদ্দিন।
হাফেজরা হলেন লক্ষ্মীপুরের নাজমু’স সাকিব, নোয়াখালীর জোবায়ের হোসেন আদনান, ফেনীর মুশফিক আলম, চাঁদপুরের মুয়াজ আব্দুল্লাহ, কুমিল্লার রাসেল হোসেন আব্দুল্লাহ ও বরিশালের মো. নাছরুল্লাহসহ ৬৫ জন। তারা লক্ষ্মীপুরসহ বিভিন্ন জে’লার বাসিন্দা। তারা মাদরাসার ১ থেকে ৩ বছর পর্যন্ত পড়ালেখা করেছেন।
বক্তারা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মু’সল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।