cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজে’লায় গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর সং’ঘর্ষে এক কৃষক নি’হত হয়েছেন। নি’হত নজির হোসেন (৫০) মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মেহের বক্সের ছে’লে।
রোববার দিবাগত রাত ৩ ঘটিকায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যান।
পু’লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ ডিসেম্বর) সকালে মান্নারগাঁও গ্রামের ম’দরিছ মিয়ার গরু জালালপুর গ্রামের মানিক মিয়ার আমন ক্ষেতে ঢুকে পাকা ধান খেয়ে ফেলে। এতে মানিক মিয়ার ছে’লে বদরুল ও ম’দরিছ মিয়ার ছে’লে হৃদয়ের মধ্যে তর্কবির্তক হতে একপর্যায়ে দুইজনের মাধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পরলে মান্নারগাঁও ও জালালপুর দুই গ্রামের মধ্যে ঘণ্টাব্যাপী সং’ঘর্ষ হয়।এ সময় উভ’য় গ্রামের নয়জন আ’হত হয়। এতে গুরুতর আ’হত হন জালালপুর গ্রামের মেহের বক্সের ছে’লে নজির হোসেন।
সং’ঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থা’না পু’লিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আ’হতদের সুনামগঞ্জ সদর হাসপাতা’লে পাঠানো হয়। তবে নজির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতা’লের কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠান। পরে রোববার দিবাগত রাত ৩ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যান।
ঘটনায় জ’ড়িত থাকার অ’ভিযোগে মান্নারগাও শেখপাড়া গ্রামের মৃ’ত মন্তাজ উদ্দিনের পুত্র ম’দরিছ মিয়া (৫২) ও মখাব্বির হোসেন (৪৫), আমবাড়ী গ্রামের সৈয়দ আলীর পুত্র লোকমান হোসেন(১৭) ও মান্নারগাও গ্রামের ম’দরিছ আলীর পুত্র হৃদয় মিয়া (১৭) কে আ’ট’ক করেছে দোয়ারাবাজার থা’নার পু’লিশ।মা’মলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
দোয়ারাবাজার থা’নার ওসি (ত’দন্ত) মনিরুজ্জামান খান সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল গরুর ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সং’ঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃ’ত্যু হয়েছে। এই ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আ’ট’ক করা হয়েছে।