cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি ‘কালো পোয়া’ মাছ। মাছটির ওজন ২৮ কেজি। এই মাছটি ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি সাইরার ডেইল বাজারে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু হায়দার জানান, মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের কালা পোয়াটি। যেটি স্থানীয় কয়েকজন জেলে ৭ লাখ টাকা দিয়ে কিনে নেন।
এর ৩ দিন আগেও ওই বহদ্দারের বোটে ১৫টি কালা পোয়া ধরা পড়ে বলে জানা যায়। যেগুলো চট্টগ্রামের ফিশারি ঘাটে ১১ লাখ টাকা দিয়ে বিক্রি করা হয় বলে জানা যায়।
বোটের মালিক ছৈয়দুল হক বলেন, ‘প্রায় ২৮ কেজি উজনের কালা পোয়া ধরা পড়েছে। যেটি ৭ লাখ টাকায় স্থানীয় কয়েকজনে কিনে নিছে। আমার বোটে কালা পোয়া ধরা পড়ায় আমি অনেক খুশি ও লাভবান হয়েছি।’
মাতারবাড়ি মৎস্যজীবী লীগে ৯নং ওয়াড়ের সভাপতি এবং জেলে সমিতির মো. ইসমাইল জানান, সাইরারডেইল এলাকার ছৈয়দুল হক বহদ্দারের বোটে বিশাল কালা পোয়াটা ধরা পড়ে। তা সন্ধ্যায় ৭ লাখ টাকা দিয়ে স্থানীয় কয়েকজন কিনে নেন।
সাইরারডেইলের ৮ জনে জেলে ব্যবসায়ী মিলে মাছটি ৭ লাখ টাকা দিয়ে ক্রয় করেন বলে জানান বাদশা সওদাগর। তিনি আরও বলেন, অল্প লাভে আমরা মাছটি চট্টগ্রাম ফিশারি ঘাটে বিক্রি করি।
মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, বন্ধ মৌসুমে মাছ ধরা বন্ধ থাকার সুফল পাচ্ছে জেলেরা। প্রজনন বৃদ্ধি ও ছোট মাছগুলো বড় হওয়ার সুযোগ পাওয়ায় জেলেরাও উপকৃত হচ্ছে। এর আগেও বড় বড় অনেক পোয়া মাছ পেয়ে অনেক জেলের কপাল খুলে গেছে। তবে এটি সব চেয়ে বড় পোয়া মাছ ধরা পড়েছে মহেশখালীর জেলেদের জালে।