cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মেধাতালিকায় পঞ্চ’ম স্থান অধিকার করেও ভূমিহীন হওয়ার কারণে চাকরি না পাওয়া আসপিয়াকে জমি দান করার ঘোষণা দিয়েছেন গাজীপুরের শ্রীপুরের এক যুবক।
তার নাম মেজবাহ উদ্দিন। গাজীপুর জে’লার শ্রীপুর উপজে’লার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃ’ত কফিল উদ্দিন মেম্বারের ছে’লে তিনি। তিনি উপজে’লার জৈনা বাজারের একজন চাল ব্যবসায়ী।
শুক্রবার মেজবাহ উদ্দিন তার এ অ’ভিপ্রায় জানান।
জৈনা বাজার মেসার্স হাফসা ট্রেডার্সের মালিক মেজবাহ উদ্দিন জানান, পু’লিশের ভর্তি পরীক্ষায় পঞ্চ’ম স্থান অধিকার করার পরও, কেবলমাত্র ভূমিহীন হওয়ার কারণে চাকরি পাচ্ছে না আসপিয়া।
অথচ সে স্বাধীন বাংলাদেশের নাগরিক। বিষয়টি আমা’র হৃদয়ে স্প’র্শ করেছে। এটা অ’ত্যন্ত লজ্জাস্কর ও দুঃখজনক। আসফিয়ার চাকরিতে ন্যূনতম যতটুকু জমির প্রয়োজন তা আমি দেব। অথবা আসপিয়ার এলাকায় তা ক্রয় করে দেব।
উল্লেখ্য, বরিশাল জে’লায় পু’লিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন করলে গত ১৪, ১৫ ও ১৬ নভেম্বর বরিশাল জে’লা পু’লিশ লাইন্সে শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হন আসপিয়া ইস’লাম কাজল।
১৭ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হন। মৌখিক পরীক্ষার ফলাফলে মেধা তালিকায় পঞ্চ’ম হন। ২৬ নভেম্বর জে’লা পু’লিশ লাইনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায়ও উত্তীর্ণ হন আসপিয়া।
সবশেষ ২৯ নভেম্বর ঢাকার রাজারবাগ পু’লিশ লাইন সেন্ট্রাল হাসপাতা’লে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হয়। সেখানেও উত্তীর্ণ হন এই তরুণী।
পু’লিশ কনস্টেবল পদে চাকরি হচ্ছে বলে নিশ্চিত জানতেন আসপিয়া ইস’লাম।
কিন্তু স্থায়ী ঠিকানা না থাকার কারণে পু’লিশ ভেরিফিকেশনে আ’ট’কে যাওয়ায় তার চাকরি হচ্ছে না।
যে কারণে চাকরির বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কা’মনা করেছেন তিনি।
বিষয়টি নিয়ে বুধবার থেকে সরব সামাজিক যোগাযোগমাধ্যম।