cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
দেশ-বিদেশে বহুল আ’লোচিত সুনামগঞ্জের ঝুমন দাশের ডিজিটাল নিরাপত্তা আইনের মা’মলা’টি এখন সিলেটে। বুধবার আ’দালতে হাজির হয়ে এ মা’মলায় ফের জামিন নিয়েছেন ঝুমন। জামিনে গিয়ে এখন তিনি ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।
আ’দালতে ঝুমনের পক্ষে ল’ড়ছে লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট, ব্লাস্ট। মা’মলা’টি সিলেটে স্থা’নান্তর ও জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান।
হেফাজতে ইস’লামের নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে আ’পত্তিকর পোস্ট দেওয়ার অ’ভিযোগে ঝুমনের বি’রুদ্ধে ডিজিটাল আইনে মা’মলা হয়েছিল। তাকে গ্রে’প্তার করেছিল পু’লিশ।
ঝুমনের ওই ফেসবুক পোস্ট’কে কেন্দ্র গত ১৭ মা’র্চ শাল্লার তিন গ্রামের মমিনুল অনুসারীরা প্রত্যন্ত এলাকার নোয়াগাঁওয়ে মানুষের বাড়িঘর, মন্দিরে হা’মলা, লুটপাট, চরম অরাজকতা সৃষ্টি করেছিল।
অ্যাডভোকেট ইরফানুজ্জামান জানান, শাল্লা উপজে’লার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ঝুমন দাশ। তার বি’রুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মা’মলা’টি বিচারের জন্য সুনামগঞ্জের আ’দালত থেকে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে স্থা’নান্তর করা হয়েছে। কারণ সুনামগঞ্জে এ আ’দালত নেই। বুধবার ঝুমন দাশ সিলেটের সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে ফের জামিন নিয়েছেন।
তিনি জানান, মা’মলা’টির আইনজীবী ব্লাস্টের সৈয়দ কাওসার আহম’দ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাইকের্টের দেওয়া জামিনে নিজ জে’লার বাইরে যাওয়ার অনুমতি নেই ঝুমনের। তাই সিলেটে ট্রাইব্যুনালে হাজিরা দেওয়ার জন্য তাকে সুনামগঞ্জের আ’দালতে আবেদন করে অনুমতি নিতে হয়েছে।
গত ১৬ মা’র্চ ঝুমন দাশকে গ্রে’প্তার করে পু’লিশ। শাল্লা থা’নায় তার বি’রুদ্ধে দায়ের হয় ডিজিটাল নিরাপত্তা আইনে মা’মলা। প্রায় ছয় মাস কারাগারে থাকার পর ২৩ সেপ্টেম্বর তিনি হাই’কোর্ট থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পান। এসব ঘটনায় দায়ের করা তিন মা’মলার আ’সামি প্রায় ২ হাজার।