cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
প্রভুভক্ত অথবা মানুষের বন্ধুপ্রা’ণির তালিকায় কুকুরের নাম আসবে সবার আগে। অনেকেই কুকুরের সাথে সোফায় বসে টিভি দেখেন, পপ কর্ন খেতে খেতে নেটফ্লিক্সে তার পছন্দের সিরিজ উপভোগ করেন। তবে এবার প্রথমবারের মতো কুকুরের জন্য যু’ক্তরাজ্যে আসছে বিশেষায়িত টিভি চ্যানেল ‘ডগ টিভি’।
দীর্ঘ তিন বছর গবেষণা শেষে চ্যানেলটি সম্প্রচারিত হতে যাচ্ছে। কুকুরের মধ্যে থাকা সেপারেশন এংজাইটি (মালিক বা পরিবার থেকে বিচ্ছেদের কারণে ঘটা উদ্বেগ, উৎকণ্ঠা), একাকী’ত্বে ভোগার মতো বিষয়গুলো নিয়ে চ্যানেলটির অনুষ্ঠানমালা সাজানো হবে বলে জানানো হয়েছে। এসব অনুষ্ঠানের মাধ্যমে কুকুরের মালিকেরা তাদের এই বন্ধুকে আরও ভালো’ভাবে জানতে এবং বুঝতে পারবেন।
সম্প্রতি যু’ক্তরাজ্যে মহামা’রির জন্যে কুকুর পালন বেড়েছে। লকডাউন শেষে এসব মালিকেরা কর্মস্থলে ফিরে যাওয়ায় তাদের পোষা কুকুরেরা একাকী’ত্বে ভুগছে। ডগ টিভি প্রা’ণিদের শারীরিক-মানসিক চাহিদা, তাদের মেজাজ এবং বিভিন্ন উদ্দীপনায় সাড়া প্রদান নিয়ে গবেষণা এবং এসব বিষয়ের উন্নয়নে কাজ করে থাকে।
ডগ টিভির প্রধান বিজ্ঞানী, অধ্যাপক নিকোলাস ডোডম্যান বলেন, ‘ডগ টিভি’র মাধ্যমে কুকুরের মালিকেরা কুকুরের আচরণগত বিভিন্ন সমস্যা সমাধানে এবং বিভিন্ন খাবার তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা পাবে।
তার মতে, প্রতি ছয়টির মধ্যে একটি কুকুর সেপারেশন এংজাইটিতে ভোগে। এই ডিজঅর্ডারে ভোগা কুকুরের মধ্যে অ’তিরিক্ত ডা’কাডাকি, খাবারে অনীহা, ঘর থেকে পালাতে চাওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায়।
ডগ টিভির এই ধারণা কিছুটা অদ্ভূত বলে মনে হলেও এর মাধ্যমে বন্ধুপ্রতিম প্রা’ণিদের স’ম্পর্কে ইতিবাচক নানা ধারণা বৃদ্ধি পাবে এবং আদের আচরণগত সমস্যাসমূহ সহ’জেই সমাধান করা যাবে বলে জানান ব্রিটিশ প্রা’ণি প্রশিক্ষক ভিক্টোরিয়া স্টিলওয়েল। চ্যানেলটি স্মা’র্ট টিভি, এন্ড্রোয়েড এবং অ্যাপল ডিভাইসেও দেখা যাবে।