cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
যু’ক্তরাজ্যে সম্প্রতি করো’না ভাই’রাসের চেয়েও বেশি বিস্তার লাভ করেছে মা’দক সমস্যা। মা’দক গ্রহণ ও একে ঘিরে চলমান অ’প’রাধের সংখ্যা দিন দিন আইনের আওতার বাইরে চলে যাচ্ছে।
তাই মা’দক নিয়ন্ত্রণে ১০ বছর মেয়াদী একটি দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছে বরিস জনসনের নেতৃত্বাধীন সরকার। এই পরিকল্পনায় মা’দক কারবারীদের বি’রুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে।
নতুন নিয়মে দেশটিতে মা’দক গ্রহণ কিংবা মা’দক সংশ্লিষ্ট অ’ভিযোগে অ’ভিযু’ক্ত হলে পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স বাতিল করে দেওয়ার মতো শা’স্তির ঘোষণা দেওয়া হতে পারে এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আগামী দশ বছরের মধ্যে নতুন এসব পরিকল্পনায় রয়েছে মা’দক গ্যাং-এর বি’রুদ্ধে ক্রাকডাউন পরিচালনা, কারাগারের শা’স্তি বাতিল করে কিংবা কমিয়ে এনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
এছাড়াও ব্রিটেনের ড্রা’গ মাফিয়াদের বি’রুদ্ধে ঘোষণা করা হচ্ছে কঠোর শা’স্তি। এরমধ্যে রয়েছে কারাগারের শা’স্তি বাড়ানো, নাইট টাইম কারফিউ এবং ফুটবল স্টাইল ট্রাভেল ব্যান প্রভৃতি।
এ ব্যাপারে বরিস জনসন বলেন, ‘ব্রিটেনে পাবলিক স্পট থেকে শুরু করে পাব, রেস্টুরেন্ট প্রভৃতি সব জায়গায় নারীদের নিরাপত্তা কঠোরভাবে নিশ্চিত করা হবে। নারীদের হয়’রানি কিংবা ধ’র্ষণের ঘটনায় শা’স্তিগুলো বিদ্যমান শা’স্তির চেয়ে দ্বিগুণ করা হবে। মা’দক গ্রহণ কিংবা নিয়ন্ত্রণ করা খুব জরুরি। মা’দক কখনোই ভালো কোনো ফলাফল দেয় না। মা’দক জীবনে শুধুই দুঃসংবাদ বয়ে নিয়ে আসে।’
বরিস জনসন আরও বলেন, কাউন্টি লাইন গ্যাং-এর ৩ লাখ সদস্য দেশজুড়ে ত্রাস চালিয়ে আসছে। আম’রা এই গ্যাং-এর বি’রুদ্ধে অ’ভিযান অব্যাহত রেখেছি। ব্রিটিশ সরকার মা’দক গ্যাং-য়ের বি’রুদ্ধে অ’ভিযানের অংশ হিসেবে ইতোমধ্যে ব্রিটেনের সবচেয়ে কুখ্যাত কাউন্টি লাইন গ্যাং-এর বি’রুদ্ধে সাড়াশি অ’ভিযান চালিয়েছে। যু’ক্তরাজ্য জুড়ে এই গ্যাং মা’দক চো’রাচালান সহ মানব পাচার, শি’শুদের বাধ্যতামূলক দাসত্বের কাজে জড়ানো প্রভৃতি। এই গ্যাং ব্রিটেনের মিডলসবার্গ, লিভা’রপুল এবং হাল এলাকায় এই গ্যাং সবচেয়ে স্বক্রিয়।