cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
তাবলিগের যাওয়ার কথা বলে সিলেট ওসমানীনগর উপজে’লার দয়ামির গ্রাম থেকে একই দিনে চার যুবক বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাদের আর কোন হদিস মিলছে না। সিলেটের দুটি তাবলিগ জামাতের মা’রকাজে যোগাযোগ করেও তাদের সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এমনকি চার যুবক সিলেটের দুটি মা’রকাজ থেকে তাবলিগ জামায়াতেও যায়নি বলে নিশ্চিত করেছে পু’লিশের একটি সূত্র। চার যুবক নি’খোঁজের ২০ দিন পার হলেও তাদের সন্ধান পাচ্ছে না পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নি’খোঁজ দের বয়স ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে।
নি’খোঁজ ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজে’লার দয়ামীর গ্রামের শেখ শামসুল হক স্বপনের ছে’লে শেখ আহমেদ মামুন (২৩), একই গ্রামের সোহরাব আলীর ছে’লে হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছে’লে সাইফুল ইস’লাম তুহিন (২৪) ও মৃ’ত সিরাজুল ইস’লামের ছে’লে সাদিকুর রহমান (৩৩)। নি’খোঁজের ঘটনায় শেখ শামসুল হক স্বপন ওসমানীনগর থা’নায় জিডি করেছেন।
পু’লিশ সূত্র জানায়, গত ১৫ নভেম্বর তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হন। কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে নি’খোঁজদের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তারা কাদের সঙ্গে তাবলিগ জামাতে গেছেন সে তথ্য জানা নেই পরিবারের। নি’খোঁজদের মধ্যে শেখ আহমেদ মামুন সিলেটের লিডিং ইউনিভা’র্সিটির ইনঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। এছাড়া সায়িদ একজন মুফতি, সে ও সাদিকুর রহমান দুজনই বিবাহিত বলে পু’লিশ জানায়।
নি’খোঁজ শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন বলেন, তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে তারা একসঙ্গে বাড়ি থেকে বের হয়। আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থা’নায় জিডি করেছি। পু’লিশসহ আইনশৃঙ্খলিা বাহিনীর একাদিক টিম আমাদের সাথে তাদের বিষয়ে কথা বলে তথ্য নিয়েছে। কিন্তু তাদের সন্ধান এখনও পাওয়া যাচ্ছে না।
সিলেট ওসমানীনগর থা’নার ওসি মাঈন উদ্দিন বলেন, নি’খোঁজের ঘটনায় থা’নায় জিডি হয়েছে। পু’লিশ তাদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পু’লিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সংস্থাও তাদের সন্ধানে কাজ করছে।