cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ছয় মাস আগে পরিবারের অমতে বিয়ে। মেয়ে পক্ষের মামলায় বরের হাজতবাস। জামিনে মুক্ত হয়ে স্ত্রীকে নিয়ে সংসারও করছিলেন স্বামী। অতঃপর মেয়ের চাচাকে বরের ভাই তালই সম্বোধন করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার (০৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের পুরাতন কর্ণগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে দিরাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছেলে পক্ষের আহতরা হলেন, জীতেশ বিশ্বাস, স্বপন বিশ্বাস, রাজন বিশ্বাস, সাজন বিশ্বাস, দিবিন্দ বিশ্বাস, নিরঞ্জন বিশ্বাস, ধরনী বিশ্বাস, রেনু বিশ্বাস, শান্তনা বিশ্বাস, সাগর বিশ্বাস, কাজল বিশ্বাস।
মেয়ে পক্ষের জগবন্ধু দেবনাথ, রতিন্দ্র দেবনাথ, বাবুল দেবনাথ, বিপুল দেবনাথ, বনবামালি দেবনাথ, প্রদীপ দেবনাথ, শামল দেবনাথ, কান্ত দেবনাথ, রেখা দেবনাথ, বিজয়া দেবী, রুহিনী দেবী, সুচিত্রা দেবী। তারা দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, ছয় মাস আগে পুরাতন কর্ণগাঁও গ্রামের লালমোহন বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস ও শশাঙ্ক দেবনাথের মেয়ে শান্তনা দেবনাথ পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মেয়ের পরিবার মামলা করলে প্রায় দেড়মাস হাজতবাস শেষে জামিন পায় রাজন বিশ্বাস। শান্তনা তার স্বামীর সঙ্গেই রয়েছে। সংঘর্ষের আগের দিন রাতে ছেলের ভাই সাজন বিশ্বাস মেয়ের চাচা নীরেশ দেবনাথকে তালই সম্বোধন করায় হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে রোববার (৫ ডিসেম্বর) সকালে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
দিরাই থানার পরিদর্শক (তদন্ত) আকরাম আলী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।