cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মা’দক মা’মলায় সিলেটের আ’লোচিত লেডি বাইকার রিয়া রায়কে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাই’কোর্ট। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের নেতৃত্বাধীন হাই’কোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
তার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
এর আগে, গত ৩০ নভেম্বর মা’দক মা’মলায় পলাতক সিলেটের আ’লোচিত লেডি বাইকার রিয়া রায় আগাম জামিন চেয়ে হাই’কোর্টে আবেদন করেন। তার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উচ্চ আ’দালতে এ আবেদন দায়ের করেন।
পু’লিশের তথ্যমতে, চলতি মাসের ৭ নভেম্বর সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মা’দকসহ গ্রে’প্তার হন রিয়ার প্রে’মিক। ওই ঘটনায় আরমান সামীকে প্রধান আ’সামি করে রিয়াসহ দুজনের বি’রুদ্ধে মা’দকদ্রব্য আইনে মা’মলা করে সিলেট বিমানবন্দর থা’না পু’লিশ।
মা’মলার এজাহারে বলা হয়, ৫০০ গ্রাম ম’দ, ১০ পিস ইয়াবা ও দুই প্যাকেট গাঁজাসহ গ্রে’প্তার করার পর প্রে’মিক সামী জানায় তার সঙ্গে লেডি বাইকার রিয়াও ছিল। কৌশলে সে পালিয়ে গেছে।
সামীর মা-বাবা বলেন, টিকট’কে একসঙ্গে ভিডিও তৈরি করত সামী ও রিয়া। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রে’ম। তবে রিয়া হিন্দু ধ’র্মের এজন্য সামীকে প্রে’মের স’ম্পর্ক ভেঙে দেওয়ার পরাম’র্শ দিয়েছিল পরিবার।
সিলেট মেট্রোপলিটন পু’লিশের ত’দন্ত কর্মক’র্তা পলা’শ চন্দ্র দাশ জানান, রিয়াকে গ্রে’প্তার করার জন্য পু’লিশের একাধিক টিম মাঠে কাজ করছে। বর্তমানে জে’লে আছেন রিয়ার প্রে’মিক আরমান সামী।
প্রে’মিক আরমান সামীর মা-বাবার দাবি, লেডি বাইকার রিয়া প্রে’মের ফাঁদে ফেলে মা’দক দিয়ে গ্রে’প্তার করিয়েছে তাদের ছে’লেকে। অ’পরদিকে রিয়ার পরিবারের অ’ভিযোগ, মিথ্যা প্রে’মের স’ম্পর্ক তৈরি করে ফাঁ’সানো হয়েছে তাদের মে’য়েকে।
পু’লিশ বলছে, মা’মলার ত’দন্ত শেষ হলে জানা যাবে বিস্তারিত। রিয়া রায় নিজেকে সিলেটের ফার্স্ট লেডি বাইকার হিসেবে দাবি করেন। মা’থায় হেলমেট, চোখে রঙিন চশমা পরে বিলাসবহুল মোটরসাইকেল নিয়ে সিলেট নগরীর অলিগলিসহ রাজপথে দেখা মিলত তার।
এছাড়া ফেসবুক, ইউটিউব, টিকট’ক, ইনস্টাগ্রামে রিয়ার জনপ্রিয়তা রয়েছে। এজন্য খুব অল্প সময়ের ব্যবধানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান রিয়া।