cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেট নগরীর দারগাহ গেইট এলাকার একটি আবাসিক হোটেল থেকে মোরশেদ (৪৭) নামের একজনের লা’শ উ’দ্ধার করেছে পু’লিশ। নি’হত ব্যক্তি নারায়ণগঞ্জ জে’লার সোনারগাঁও থা’নার সেনপাড়া গ্রামের মাকু মিয়ার ছে’লে।
সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় শাহ’জালাল (রাহ.) ত’দন্তকেন্দ্রের একদল পু’লিশ হোটেল জমজমের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লা’শ উ’দ্ধার করে।
পু’লিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহ’জালাল (রাহ.) ত’দন্তকেন্দ্রের এস.আই আবু সাঈদের নেতৃত্বে সোমবার বিকাল ৩টার দিকে একদল পু’লিশ জমজম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মুরশেদ আহম’দের লা’শ উ’দ্ধার করে। তবে কী’ কারণে তিনি এ হোটেলে থাকতে এসেছিলেন তা এখনও জানা যায়নি।
এস.আই আবু সাঈদ জানান, লা’শটি করে উ’দ্ধার ময়না ত’দন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতা’লে পাঠানো হয়েছে। মৃ’তদেহে কোনো আ’ঘাতের চিহ্ন নেই। নি’হতের স্বজনদের সন্ধান করা হচ্ছে।
লা’শ উ’দ্ধার নিয়ে কোনো মন্তব্য করতে রাজী হয়নি হোটেল কর্তৃপক্ষ।