cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
৬৭৯ খ্রিস্টাব্দ বা ৬০ হিজ’রি বর্ষে নির্মিত একটি মাটির ম’সজিদ আবিষ্কৃত হয়েছে। ই’রাকের দক্ষিণাঞ্চলে প্রত্নতাত্ত্বিকভাবে সমৃদ্ধ ধি কার গভর্নরেটে ওই ম’সজিদের সন্ধান পায় ব্রিটিশ ও স্থানীয় প্রত্নতাত্ত্বিক দল। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
আল-রাফা’ই শহরে আবিষ্কৃত ম’সজিদটি একটি আবাসিক এলাকার মাঝখানে অবস্থিত। ম’সজিদটি প্রায় আট মিটার (২৬ ফুট) চওড়া এবং পাঁচ মিটার (১৬ ফুট) লম্বা। সেখানে ২৫ জন মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারতেন বলে ধারণা করা হচ্ছে।
গভর্নরেটের ত’দন্ত ও খনন বিভাগের প্রধান আলী শালঘাম এই আবিষ্কারকে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম’ বলে অ’ভিহিত করেছেন। কারণ ইস’লাম প্রচার শুরুর সময়ের এই ম’সজিদটি সম্পূর্ণরূপে মাটি দিয়ে তৈরি।
শালঘামের মতে উমাইয়া যুগের প্রথম দিকের বেশকিছু প্রত্নতাত্ত্বিক ধ’র্মীয় স্থান আবিষ্কৃত হয়েছে। তবে ক্ষয়ের কারণে সেসব প্রত্নতাত্ত্বিক ধ’র্মীয় স্থান থেকে ইস’লামের সেই সময়ের স’ম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি।