cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
৪৫০ বছর আগে হাতে লেখা কোরআন শরীফ পাওয়া গেছে তুরস্কের একটি ম’সজিদে। ৩০ খণ্ডের মধ্যে সেখানে পাওয়া যায় কোরআনের ১০ খণ্ড।
তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহর প্রতিবেদনে বলা হয়, তুরস্কের কোনিয়া প্রদেশের কারাপিনার জে’লার ঐতিহাসিক সুলতান সেলিম ম’সজিদে পাওয়া যায় ওই কোরআন। উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের সময় নির্মিত হয় ম’সজিদটি।
এ তথ্য জানিয়ে কারাপিনার জে’লার মুফতি ইউনুস আয়দিন বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, হাতে লেখা কোরআনের এই পাণ্ডুলিপিগুলোর খবর কেউ জানতেন না। দীর্ঘদিন ধরে সেগুলো ম’সজিদের সংরক্ষণাগারেই পড়েছিল।
কারাপিনারের মুফতি বলেন, সুলতান সেলিম খান শাহ’জাদা থাকার সময় কোনিয়ায় ছিলেন। ওই সময় কারাপিনারের জন্য তিনি সুন্দর ও সুচারুভাবে লিখিত ৩০ খণ্ডের কোরআনের মাসহাফ উপহার দিয়েছিলেন। কিন্তু আমাদের কাছে এর ১০ খণ্ড রয়েছে।
কারাপিনার জে’লার গভর্নর ওউজ জেম মুরাদ বলেন, দীর্ঘদিন আগের কোরআন পেয়ে আম’রা সবাই উচ্ছ্বসিত। মুফতি সাহেব ও আমাদের সহকর্মীদের উদ্যোগে ম’সজিদের সংরক্ষণাগার থেকে আম’রা মহামূল্যবান এই সম্পদ পেয়েছি।
প্রসঙ্গত, সুলতান সুলেমানের শাসনামলে ১৫৬৩ সালে কোনিয়া প্রদেশে সুলতান সেলিম ম’সজিদ নির্মাণ করা হয়। তখন সুলতান দ্বিতীয় সেলিম শাহ’জাদা হিসেবে সেখানে ছিলেন।