সর্বশেষ আপডেট : ১৮ মিনিট ৪১ সেকেন্ড আগে
শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

চেয়ারম্যান হতে চান বাবা, ৪ ছেলে-মেয়ে লড়ছেন সদস্য পদে

লক্ষ্মীপুরের রায়পুর উপজে’লার আট নম্বর চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক পরিবার থেকে চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন বাবা, দুই ছে’লে ও দুই মে’য়ে।

তাদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন বাবা আবদুর রশিদ মোল্লা।

আর দুই ছে’লে জাকির হোসেন মোল্লা ও দিদার হোসেন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন সদস্য পদে। এছাড়া দুই মে’য়ে তাহমিনা আক্তার ঝরনা ও জোসনা বেগম সংরক্ষিত নারী সদস্য পদে ল’ড়ছেন।
আবদুর রশিদ মোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার মেজো ছে’লে জাকির হোসেন মোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

ছোট ছে’লে দিদার হোসেন মোল্লা উপজে’লা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও দুই মে’য়ে গৃহিণী।

বাবা ও দুই ছে’লে একই ওয়ার্ডে এবং দুই মে’য়ে সংরক্ষিত পৃথক দুই ওয়ার্ডে প্রার্থী হিসেবে ল’ড়ছেন।

এ বিষয়ে আবদুর রশিদ মোল্লা জানান, তিনি তিনবার নৌকার মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার দুই ছে’লে ও দুই মে’য়ে ইউপি সদস্য প্রার্থী হয়েছেন। রাজনীতি ও ভোটের লড়াইয়ে নামলেও তাদের পারিবারিক স’ম্পর্কের কোনো অবনতি ঘটেনি।

উপজে’লা স্বেচ্ছাসেবক লীগ নেতা দিদার হোসেন মোল্লা বলেন, ঘুড়ি প্রতীক নিয়ে আমি ল’ড়ছি। আমি ও আমা’র বড় ভাই জাকির হোসেন মোল্লা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছি। নির্বাচন নিয়ে ভোটের প্রতিযোগিতা থাকলেও আমাদের পারিবারিক স’ম্পর্ক ঠিক আছে।

তিনি আরও জানান, মোল্লা পরিবারের বেশি প্রার্থী হওয়ায় এবারের ভোটে তারা সবচেয়ে বেশি লাভবান হবেন। তিনি প্রথমবারের মতো ইউপি সদস্য পদে নির্বাচন করছেন। তিনি দল করে মানুষকে সেবা দিয়ে আসছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী।

একই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী জাকির হোসেন মোল্লার প্রতীক ফুটবল।

এছাড়া তাদের ছোট দুই বোনও সংরক্ষিত নারী সদস্য পদে ল’ড়ছেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে তাহমিনা আক্তার এবং ঝরনা বেগম ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে জোসনা বেগম নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের দু’জনের প্রতীক মাইক।

একই পরিবারের পাঁচজন নির্বাচনী মাঠে ল’ড়াই করার কারণে ভোটারদের মধ্য কৌতূহল সৃষ্টি হয়েছে।

এদিকে নৌকার প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন আবদুর রশিদ মোল্লা। তাকে সহযোগিতায় ইউপি সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন তার দুই ছে’লে, দুই মে’য়ে ও দুই আত্মীয়। মোল্লা পরিবারের বেশি প্রার্থী হলেও এবারের নির্বাচনে আমিই চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয়লাভ করব।

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুরের রায়পুর উপজে’লার আট নম্বর দক্ষিণ চরবংশীসহ ১০টি ইউনিয়নে ভোট হবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: