cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটে নগরীর অর্ধশতাধিক এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শনিবার। মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ওসমানী মেডিকেল কলেজ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, বিজিবির সদর দপ্তর, বেশ কয়েকটি চা বাগান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাতেও ওই দিন সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নগরী ও শহরতলীর টুকেরবাজার, পীরপুর, তেমুখী, বলাউড়া, আউসা, শাহপুর, নোয়াপাড়া, টুকেরগাঁও, গৌরীপুর, ঘোপাল, ক্ষিত্তারগাঁও, ফতেহপুর, মোলতারগাঁও, লামাকাজী, মাহতাবপুর, কুমারগাঁও, বিজিবি ক্যাম্প, পার্ক ভিউ আবাসিক এলাকা, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রিন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র সরণি রোড, সৎসঙ্গ বিহার, বিজিবি সদর দপ্তর, কুমারগাঁও বাসস্ট্যান্ড, নাজিরেরগাঁও, মইয়ারচর, চাতল, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া, ইউরো বাংলা সিরামিকস, পাঠানটুলা, সুরমা গেইট, আনছার ক্যাম্প, তারাপুর, শ্রাবণী, নিকুঞ্জ, পলতবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, শাহজালাল বিশ্ববিদ্যালয় গেইট, ওসমানী মেডিকেল কলেজ, নার্সিং কলেজ ও হোস্টেল, নরসিংটিলা, এতিম স্কুল রোড, আখালিয়াঘাট, দুদক অফিস, সমাজসেবা অধিদপ্তর, আলী বাহার চা বাগান, জাহাঙ্গীরনগর, পোড়াবাড়ী, ইসলামপুর, লাখাউরা, উত্তর বালুচর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায়।
একই দিন আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন ইলেকট্রিক সাপ্লাই, রায় হুসেন গলি, বড়বাজার, দারুস সালাম মাদ্রাসা রোড, খাসদবির, মজুমদারি, চৌকিদেখি, সৈয়দ মুগনী, বাঁশবাড়ি, বাদাম বাগিচা, লেচু বাগান, পীর মহলতা (পূর্ব ও পশ্চিম), হাউজিং এস্টেট, জালালাবাদ আবাসিক এলাকা, আম্বরখানা, ঘূর্ণি আবাসিক এলাকা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরানলেন, জলতারপাড়, সিলেট জেলা স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিস্ত্ম, সুবিদবাজার, বনকলাপাড়া, শাহী ঈদগাহ, কাজিটুলা, মীরবপটুলা, লাক্কাতুরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, লাক্কাতুরা চা বাগান, মালনিছড়া চা বাগান, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীর পাড়, কাকুয়ার পাড়, লালবাগ, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, ছালেহপুর, ধুপাগুল, রঙ্গীটিলা, ছালিয়া, সালুটিকঘাটসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের আওতাধীন ৩৩ কেভি বাস-২ এর বার্ষিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার টুকেরবাজার, বিমানবন্দর, পাঠানটুলা, আদমশাহ, দরগাশরীফ, টেক্সটাইল ও বিশ্ববিদ্যালয় ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।