cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসনের কোম্পানি ভা’র্জিন গ্যালাকটিক বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ ব্যবস্থা চালু করেছে। প্রথম বারের মতো ওই প্রতিষ্ঠান মহাকাশে পর্যট’ক পাঠাবে বলে জানিয়েছে। এই প্রতিষ্ঠানের দুটি টিকিট লটারিতে জিতেছেন এন্টিগুয়া ও বারমুডার এক স্বাস্থ্যবিষয়ক পরাম’র্শক কেইশা শাহাফ।
স্থানীয় সময় বুধবার ভা’র্জিন গ্যালাকটিক ওই নারীর টিকিট জয়ের কথা জানিয়েছে।
৪৪ বছর বয়সী এ স্বাস্থ্য পরাম’র্শক তার ১৭ বছর মে’য়েকে নিয়ে মহাকাশে পাড়ি দেবেন বলে জানা গেছে।টিকিট দুটির মূল্য প্রায় ১০ লাখ ডলার।
তার মে’য়ে বিজ্ঞানের ছা’ত্রী। পড়াশোনা করছেন যু’ক্তরাজ্যে। তার স্বপ্ন ছিল একসময় সে যু’ক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কাজ করবে।
টিকিট জয়ের খবরটি ভা’র্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসনের কাছ থেকে পান কেইশা। নভেম্বরের শুরুতে কেইশার বাড়িতে গিয়ে চ’মকে দেন তিনি। কেইশা বলেন, আমা’র মনে হচ্ছিল জুমে আমি তার সঙ্গে কথা বলছি। ব্র্যানসনকে দেখে আমি কা’ন্না করতে শুরু করি। কারণ আমি কিছুতেই বিশ্বা’স করতে পারছিলাম না। ছোটবেলা থেকেই আমি মহাকাশ নিয়ে আগ্রহী ছিলাম। এটা আমা’র জন্য অনেক বড় সুযোগ। সূত্র: এনডিটিভি