সর্বশেষ আপডেট : ১৭ ঘন্টা আগে
শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

পরকীয়া প্রেমিকসহ প্রবাসীর স্ত্রী আটক, গণধোলাই

আ’পত্তিকর অবস্থায় পর’কী’য়া প্রে’মিকসহ প্রবাসীর স্ত্রী’কে ধরে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ভোরে ওই প্রবাসীর স্ত্রী’ পর’কী’য়া প্রে’মিকসহ গ্রামবাসীর হাতে আ’ট’ক হয়। পরে এক রশিতে বেঁধে উপর্যুপরি গণধোলাইয়ের পর ওই প্রে’মিক যুগলকে পু’লিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে উপজে’লার গাঙ্গুটিয়াপ ইউনিয়নের কাওয়াখোলা গ্রামে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক বছর আগে বিয়ে হয় ওই গৃহবধূর। অভাবের সংসারে বিয়ের পর সবার সুখের কথা ভেবে সৌদি আরবে পাড়ি জমান তার স্বামী। এই সুযোগে তার স্ত্রী’র পর’কী’য়া প্রে’মের স’ম্পর্ক গড়ে উঠে তার বাবার গ্রামের বান্ধু মিয়ার ছে’লে ভুবন আলীর সঙ্গে।

এর ফলে ওই পর’কী’য়া প্রে’মিক মাঝে মধ্যেই ওই প্রবাসীর পিত্রালয়ে ভাই পরিচয়ে গিয়ে তার স্ত্রী’র সঙ্গে একই ঘরে একই বিছানায় রাতযাপন করত। বিষয়টি স্থানীয় লোকজনের স’ন্দেহ হলে ওই প্রে’মিক যুগলকে আ’ট’কের পরিকল্পনা করেন তারা।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে গ্রামবাসী ওই প্রে’মিক যুগলকে একই বিছানায় আ’পত্তিকর অবস্থায় আ’ট’ক করেন। এরপর তাদের উপর্যুপরি গণধোলাইয়ের পর কাওয়ারীপাড়া বাজার পু’লিশ ত’দন্ত কেন্দ্রে খবর দেওয়া হলে এসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই প্রে’মিক যুগলকে আ’ট’ক করে ত’দন্ত কেন্দ্রে নিয়ে যান।

এ ব্যাপারে এসআই মো. মনিরুজ্জামান বলেন, এলাকাবাসী প্রে’মিক যুগলকে আ’ট’কের খবর দিলে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যাই। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাদের পু’লিশ ত’দন্ত কেন্দ্রে আনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: