cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগে ডা’কা অনির্দিষ্ট’কালের গণপরিবহণ ও পণ্যপরিবহনের ধ’র্মঘটে সম’র্থন জানিয়েছে সিলেট জে’লা ট্রাক পিকআপ কাভা’র্ডভ্যান মালিক সমিতি।
রোববার ( ২১ নভেম্বর) সিলেট জে’লা ট্রাক পিকআপ কাভা’র্ডভ্যান মালিক সমিতির সভাপতি গো’লাম হাদী ছয়ফুল, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইস’লাম ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহম’দ ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বি’জ্ঞপ্তিতে এ সর্মথনের কথা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, সিলেটের পরিবহণ মালিক-শ্রমিকরা নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছেন। বিভিন্ন মহল কর্তৃক দাবী আদায়ের আশ্বা’সে মাসের পর মাস আর বছরের পর বছর চলে যায়, কিন্তু সেই দাবীগুলো বাস্তবায়ন করা হয়নি।
তারা বলেন, সিলেটের বিভিন্ন ব্রিজে অ’বৈধ ভাবে অ’তিরিক্ত টোল আদায় করা হচ্ছে, ছাতক পৌরসভা’সহ বিভিন্ন উপজে’লার নামে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, পরিবহণ শ্রমিকদের উপর দায়েরকৃত মা’মলা প্রত্যাহার, জে’লা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং: ২০৯৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন নিয়ে প্রহসন ও সকল টাকা ফেরত, আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালক খুর্শেদ আলমকে প্রত্যাহার, ট্রাফিক পু’লিশ ও হাইওয়ে পু’লিশের সকল প্রকার হয়’রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ সেতুতে টোল আদায় মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশসহ সকল প্রকার গাড়ির পার্কিং ব্যবস্থা করার দাবীগুলো হলো পরিবহণ মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের।
তাই অবিলম্বে মালিক-শ্রমিকদের দাবী মেনে নিতে প্রশসানের উর্ধ্বতন মহলের প্রতি জো’রদাবী জানিয়েছেন সিলেট জে’লা ট্রাক পিকআপ কাভা’র্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ। অন্যতায় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।