cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটে টিকট’ক ভিডিও বানাতে গিয়ে নগরীর কাজিরবাজার এলাকায় সুরমা নদীতে পড়ে ডুবে যাওয়া কি’শোরের খোঁজ মেলেনি। টানা দুইদিন ধরে অ’ভিযান চালিয়েও তাকে উ’দ্ধার করা সম্ভব হয়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মক’র্তা মো. বেলার হোসেন।
জানা গেছে, গতকাল শনিবার বেলা ২টার দিকে কাজিরবাজার সেতুতে টিকট’ক ভিডিও বানাচ্ছিল কয়েকজন শি’শু-কি’শোর। ওই সময় সেতুর রেলিংয়ে ওঠে পড়া এক কি’শোর অসতর্কতায় নিচে সুরমা নদীতে পড়ে যায়। পড়ার পর সে তলিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা অবধি উ’দ্ধার অ’ভিযান চালান। কিন্তু পাওয়া যায়নি ওই কি’শোরকে।
আজ রোববার সকাল থেকে ফের উ’দ্ধার অ’ভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে বেলা ১২টা অবধি কোনো খোঁজ মেলেনি ওই কি’শোরের। এছাড়া ওই কি’শোরের পরিচয়ও জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মক’র্তা মো. বেলার হোসেন সিলেটভিউকে বলেন, ওই কি’শোরের খোঁজে আজও উ’দ্ধার অ’ভিযান চলছে। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
উ’দ্ধার অ’ভিযানে থাকা ফায়ার সার্ভিসের কর্মী মামুন বলেন, ‘নদীতে সামান্য স্রোত আছে। তবে এ স্রোতে কেউ বেশিদূর ভেসে যাবে না। ওই কি’শোর কাল নদীতে পড়েছে। স্বাভাবিকভাবে তার বেঁচে থাকার কথা নয়। কিন্তু এখনও ম’রদেহ ভেসে ওঠেনি। আম’রা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’