cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
তাহিরপুর উপজে’লা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুলের বি’রুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন বালু শ্রমিকরা।
হাওর অধ্যুষিত জে’লা সুনামগঞ্জের তাহিরপুর উপজে’লার যাদুকা’টা নদী থেকে বালু উত্তোলন বন্ধ ও শ্রমিকদের কর্মসংস্থান বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অ’ভিযোগ তুলে এই মিছিল ও মানববন্ধন করেছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজে’লার থা’না ঘাট এলাকা থেকে বালু শ্রমিকরা একটি মিছিল বের করেন। মিছিলটি থা’না পয়েন্ট হয়ে তাহিরপুর উপজে’লা পরিষদ প্রদক্ষিণ করে পাশের মাঠে মানবন্ধন করেন তারা। প্রতিবাদ মিছিলে শ্রমিকরা উপজে’লা চেয়ারম্যান করুণা সিন্ধু বাবুলের অ’পসারণের দাবি জানান। এসময় তারা ঝাড়ু ও জুতা প্রদর্শন করেন।
এ ব্যাপারে উপজে’লার বিন্নাকুলি গ্রামের বালু শ্রমিক আব্দুল আলী বলেন, আম’রা দিন আনি দিন খাই। নদী থকি বালু তুললে আম’রার ঘরের চুলা জ্বলে। কিন্তু উপজে’লা চেয়ারম্যানরে অ’বৈধ টাকা না দেওয়ায় বেটায় হাই’কোর্ট গিয়া মা’মলা দিসে। আম’রার নৌকা আ’ট’কাইছে, প্রতি নৌকা ছুটানির লাগি ১ লাখ টাকা লাগছে। ইতা টাকা আম’রা কই থাকি পাইতাম?
বালু শ্রমিক মিজান আহমেদ বলেন, উপজে’লা চেয়ারম্যানকে শ্রমিকরা কোনো সুযোগ সুবিধা দিসে না করিয়া তাইন আম’রারে বিজিবি পু’লিশ দিয়া নৌকা আ’ট’কাইন। আর তাইন মা’মলা দিসোইন আম’রা বলে নদীর পাড় কাটিয়া বালু তুলি। যা মিথ্যা আম’রা বালু নদী থকি, জাদুকা’টার বালু দেশের এক নাম্বার বালু। ইটাত তাইনের চোখ পড়ছে। আম’রা চাই দ্রুতই সরকার এ চেয়ারম্যানকে অ’পসারণ করুক।
প্রসঙ্গত, করুনা সিন্দু চৌধুরী বাবুল জে’লা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক।