cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
শীতের শুরুতে রাস্তার পাশের খাল-বিলে পানি শুকিয়ে এলে মাছ পাওয়া যায়। এটা তো জানি, কিন্তু লাখ লাখ টাকাও পাওয়া যায়, এমনটি শুনেছেন কেউ! এবার তাই হলো।
লালমনিরহাট শহরের জে’ল রোডে একটি খাল থেকে ১০০০ টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উ’দ্ধার করা হয়েছে।
বুধবার ১৭ নভেম্বর রাতে সদর থা’না পু’লিশ এ টাকা উ’দ্ধার করে।
লালমনিরহাট সদর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) শাহা আলম জানিয়েছেন, উ’দ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর ‘লাকি কুপন’, ‘সাথী কুপন’, ‘ভাগ্য বদল’ ইত্যাদি লেখা চিরকুট আছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উ’দ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।
পু’লিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধ’রার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পু’লিশকে সংবাদ দেন। পরে পু’লিশ সেখানে গিয়ে সেগুলো উ’দ্ধার করে থা’নায় নিয়ে আসে।