cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
মু’সল্লিদের অ’ত্যাধুনিক প্রযু’ক্তিনির্ভর নানা ধরনের সেবা দেওয়া হচ্ছে ম’ক্কার পবিত্র ম’সজিদুল হারামে। তারই অংশ হিসেবে এখন মু’সল্লিদের নানা প্রশ্নের উত্তর সেবা দিতে ব্যবহৃত হচ্ছে টাচ স্কিন রোবট। অ’ত্যাধুনিক এই রোবটের মাধ্যমে পবিত্র কাবা প্রাঙ্গণে মু’সল্লিদের ওম’রাহ পালন, ইস’লাম বিষয়ক জিজ্ঞাসার জবাবসহ ইস’লামী পণ্ডিতদের সঙ্গে কথা বলার স্বয়ংক্রিয় ব্যবস্থা করা হয়েছে। খবর আরব নিউজের।
জানা গেছে, বিদেশি ওম’রাযাত্রীদের জন্য বিশ্বের ১১ ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সেবাও দিয়ে যাচ্ছে চার চাকার রোবটগুলো। বিশ্বের ১১ ভাষায় মু’সল্লিদের সেবা দেবে রিমোট কন্ট্রোল রোবট। আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফার্সি, তার্কিশ, চাইনিজ, বাংলা ও হাউসা’সহ মোট ১১ ভাষায় ইস’লামী বিষয়ে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়ে মু’সল্লিদের সহায়তা করবে।
২১ ইঞ্চির টাচস্ক্রিনের রোবটের সাহায্যে মু’সল্লিরা যেকোনো উদ্বেগজনক পরিস্থিতিতে করণীয়, নানা ধরনের দিকনির্দেশনা ও মতপ্রকাশে সহায়তা পাবে। স্মা’র্ট স্টপেজ সিস্টেম অনুসরণ করে অ’ত্যাধুনিক প্রযু’ক্তির রোবটটি সহ’জেই এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে।
‘আল মাকরা আল হারামাইন’ সেবার মাধ্যমে ম’ক্কা ও ম’দিনার পবিত্র দুই ম’সজিদের হাফিজদের মাধ্যমে কোরআন পাঠদান করা হয়। এর মাধ্যমে ভালো’ভাবে কোরআন পাঠ শিখতে আগ্রহী নানা দেশের মু’সলিম ও পবিত্র ম’সজিদুল হারামে আগত মু’সল্লিরা কোরআন শিখতে পারে। সহ’জ পদ্ধতিতে কোরআন পাঠে দক্ষতা অর্জন করে সার্টিফিকেট লাভ করা যায়।
ম’ক্কার পবিত্র ম’সজিদুল হারাম থেকে পরিচালিত দূরশিক্ষণের মাধ্যমে বিশ্বের পবিত্র কোরআন ছয় ভাষায় পাঠদান করা হয়। পবিত্র দুই ম’সজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে দৃষ্টি প্রতিব’ন্ধীদের জন্য স্মা’র্ট কোরআন ও ই-ডিভাইসও আছে। ফলে দৃষ্টিপ্রতিব’ন্ধীরাও ব্রেইইল পদ্ধতিতে পবিত্র কোরআন পড়তে পারেন।