cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। প্রথম দিন সিলেট এমসি কলেজ ও মহিলা কলেজের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হয়। গতকাল বুধবার সকাল সাড়ে দশটায় সিলেট মহিলা কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে টিকাদান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায়, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রসেসর আব্দুল মান্নান খান, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল, মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা আখতার চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা এএসএম আবদুল ওয়াদুদ, সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম।
পরে সকাল ১১ টার দিকে সিলেট এমসি কলেজ প্রাঙ্গনে এমসি কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু। সিলেট সিটি করপোরেশনের টিকাদান কর্মীরা এই দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের টিকা দিচ্ছেন।
এদিকে টিকা নিয়ে শিক্ষার্থীরা খুশি৷ তারা বলছেন, করোনার কারণে দীর্ঘদিন তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। এছাড়া সামনেই যেহেতু পরীক্ষা তাই টিকা নিয়ে তারা সুরক্ষিত মনে করছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ‘আজ থেকে সিলেটে এইচএসি পরীক্ষার্থীদের টিকা শুরু হয়েছে। প্রথমে সিটি করপোরেশন এলাকায় টিকাদান শুরু হলেও পরে সিলেটের বিভিন্ন উপজেলার পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। আগামী ২৯ নভেম্বরের আগে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করা হবে।’