সর্বশেষ আপডেট : ১৪ ঘন্টা আগে
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ১৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

স্মৃতির বারান্দায় সিলেট অঞ্চলের ‘ভোলাভুলি’

গতকাল ছিল ভোলাভুলি। সিলেটি সংস্কৃতির অন্যতম উপাদেয় অনুষঙ্গ ভোলাভুলি। বাংলা অগ্রহায়ণ মাসের প্রথম দিনে ‘বুলাবুলি’ উৎসবের দিন। এ দিনটি ঘিরে একসময় গ্রামে গ্রামে উৎসবের আমেজ বিরাজ করতো। উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিতো গ্রামের শিশু, কিশোর তরুণ-তরুণীরা। সেই সাথে গ্রামীণ হাটগুলোতে বসতো বিভিন্ন রকমের মাটির খেলনার মেলা।

এসময়টা চারিদিকে ধান কাটার ধুম পড়ে যেত; বাড়ি ভরে যেত ফসলের ঘ্রাণে। কলা গাছের পাচল দিয়ে আশ-পাশের বাড়ির, দাদা-দাদি, ভাবী, দোলাভাই এসব রস সম্পর্কের মানুষদের পেটানোর হিড়িক দেখা দিত। কে কাকে পেটাবেন এ নিয়ে রস-ঢংয়ের হুলুস্থুল লেগে যেত।

ভোলাভুলির বিশেষ অংশ জুড়ে থাকতো ‘টুফা’ খাওয়া। গ্রামের শিশু-কিশোররা একত্রিত হয়ে টুফা রান্নার আয়োজন করতো। বড়রা এসেও যোগ দিতেন এ আয়োজনে। ছোট-বড়দের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না, সবাই মিলেমিশে আনন্দে মেতে ওঠতো। ছোটবেলায় আমরা পাড়ার ছেলে-মেয়েরা ভোলাভুলিতে খুব মজা করতাম, স্মৃতির বারান্দায় সোনালী সেই দিনগুলি এখনো নাড়া দেয়।

কালের পরিক্রমায় বুলাবুলি সংস্কৃতি এখন প্রায় হারিয়ে গেছে। তথ্যপ্রযুক্তির যুগে বর্তমান প্রজন্মের কাছে বৃহত্তর সিলেট অঞ্চলের ‘ভোলাভুলি’ সংস্কৃতি একটি অপরিচিত নাম হয়ে ওঠেছে! ভোলাভুলি কেবল উপভোগ্য সংস্কৃতি নয়, এর ভেতর দিয়ে সামাজিক-সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হতো।

কার্যত সংস্কৃতি হচ্ছে একটা জাতির একমাত্র নিজস্বতা যা অন্যদের থেকে আলাদা করে চেনায়। পুঁজিবাদের আগ্রাসনে বাঙালি সংস্কৃতির হাজার বছরের সমৃদ্ধ ইতিহাস ক্রমাগত হারিয়ে যেতে বসেছে। অতএব এখনই সময় ঘুরে দাড়াবার- ‘জেগে ওঠো বাংলাদেশ, জেগে ওঠো নিজস্ব সংস্কৃতিতে।’

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: