সর্বশেষ আপডেট : ৫ ঘন্টা আগে
সোমবার, ২০ মার্চ ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |

DAILYSYLHET
Fapperman.com DoEscorts

সৌদিতে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা, ২ মাস পর লাশ ফেরত

পরিবারের অভাব অনটন ঘুচানোর জন্য ২ ছে’লে ও ১ মে’য়েকে রেখে দালাললের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়েছিলেন টুনি বেগম। কিন্তু পরিবারের অভাব অনটন ঘুচানো তো দূরের কথা উল্টো পাশবিক নি’র্যা’তনের শিকার হয়ে লা’শ হয়ে দেশে ফিরেছেন টুনি বেগম।

শনিবার রাতে শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লা’শ গ্রহণ করে টুনি বেগমের পরিবার। টুনি বেগম উপজে’লার রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল কুদ্দুছের মে’য়ে।

স্বজনরা শনিবার রাতে শাহ’জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লা’শ গ্রহণ করে রোববার দুপুরে উপজে’লার রাজেন্দ্রপুর গ্রামে দাফন করেছেন।

টুনি বেগমের মা লা’শের পাশে অঝোর ধারায় কা’ন্না করছে। টুনি বেগমের ভাই হান্নান মিয়া জানান, পার্শ্ববর্তী বিজয়নগর উপজে’লার ভাগদিয়া গ্রামের হাছান মিয়া ও দুলাল মিয়ার মাধ্যমে এ বছরের ১৮ মা’র্চ ৩ লাখ টাকার বিনিময়ে পরিবারের আর্থিক স্বচ্চলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সৌদি আরবে যাওয়ার পর টুনি বেগমের উপর পাশবিক নি’র্যা’তন শুরু হয়।

টুনির সঙ্গে থাকা সৌদি প্রবাসী এক নারী গত ১২ সেপ্টেম্বর ফোন করে জানান, টুনি বেগমকে হ’ত্যা করা হয়েছে।

টুনির পরিবারের অ’ভিযোগ, সৌদি প্রবাসী উপজে’লার শ্রীধরপুর গ্রামের হেলাল মিয়া এবং উপজে’লার জালুয়াবাদ গ্রামের সৌদি প্রবাসী নুর মিয়া ও ময়মনসিংহ জে’লার গফুরগাঁও গ্রামের কা’ম’রুল মিয়া টুনি বেগমকে পাশবিক নি’র্যা’তন করে মে’রে ফেলেছেন।

টুনির বোন সায়েরা বেগম জানান, হ’ত্যার ২ মাস পর পরে অনেক ঘুরাঘুরি করে বাংলাদেশ দুতাবাসের সহযোগিতায় সৌদি আরব থেকে গত শনিবার রাতে টুনি বেগমের লা’শ ফেরত পেয়েছি। কিন্তু এ ঘটনার লা’শ ফেরত পেলেও টুনি বেগম হ’ত্যার বিচার পাব কি না এ নিয়ে আম’রা সংশয়ে আছি। সরকারের নিকট আমাদের দাবি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে টুনি বেগমের প্রকৃত অ’প’রাধীদের যেন শা’স্তির আওতায় আনা হয়।

মাধবপুর থা’নার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, টুনি বেগমের লা’শ তার পরিবার পেয়ে রোববার দুপুরে রাজেন্দ্রপুর পারিবারিক করবস্থানে দাফন সম্পন্ন হয়েছে। যেহেতু ঘটনাস্থল সৌদি আরব অ’তএব সে দেশের সরকার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এ বিভাগের অন্যান্য খবর

নোটিশ : ডেইলি সিলেটে প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি -সম্পাদক

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

২০১১-২০১৭

সম্পাদকমন্ডলীর সভাপতি: মকিস মনসুর আহমদ
সম্পাদক ও প্রকাশক: খন্দকার আব্দুর রহিম, নির্বাহী সম্পাদক: মারুফ হাসান
অফিস: ৯/আই, ব্লু ওয়াটার শপিং সিটি, ৯ম তলা, জিন্দাবাজার, সিলেট।
ফোন: ০৮২১-৭২৬৫২৭, মোবাইল: ০১৭১৭৬৮১২১৪
ই-মেইল: dailysylhet@gmail.com

Developed by: