cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
বাবার লা’শ বাড়িতে রেখে চোখে অশ্রু নিয়ে এসএসসি পরীক্ষার হলে পরীক্ষায় অংশ গ্রহণ করল মে’য়ে সিনথিয়া কবির। সিনথিয়া ঘোড়াশাল পৌর এলাকার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছা’ত্রী। রবিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হয় সিনথিয়া কবিরের। সব পরীক্ষার্থীদের মতই অ’ভিভাবকের সঙ্গে কেন্দ্রে যাওয়ার কথা ছিল সিনথিয়ার। কিন্তু ভাগ্যের কি নি’র্মম পরিহাস। দ:খভরা ক্রান্ত মন নিয়ে পরীক্ষার হলে যেতে হল সিনথিয়া কবিরকে।
রবিবার সকালে ফজরের নামাজের পর হঠাৎ সিনথিয়ার বাবা হু’মায়ুন কবির (৪৯) মৃ’ত্যুবরণ করেছেন। বাবার লা’শ বাড়িতে রেখে বুকে শোকের পাথর চাপা দিয়ে পরীক্ষা দিতে হয়েছে নিরুপায় সিনথিয়াকে। নরসিংদীর পলা’শ উপজে’লার জনতা আদর্শ বিদ্যাপীঠের ছা’ত্রী সিনথিয়ার বাড়ি উপজে’লার ঘোড়াশাল পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পলা’শ কুটিরপাড়ায়।
স্বজনরা জানিয়েছেন, রবিবার ভোরে হু’মায়ুন কবির হার্ট অ্যাটাক করে নিজ বাড়িতে মৃ’ত্যুবরণ করেন। বাবাকে হা’রানোর পর ভেঙে পড়লেও কাঁদতে কাঁদতে পরীক্ষার হলে গেছে সিনথিয়া। মে’য়েকে মানুষ করার যে স্বপ্ন ছিল হু’মায়ুন কবিরের, তা পূরণ করতেই স্বজনদের সান্ত্বনায় পরীক্ষা দিয়েছে সিনথিয়া।
সিনথিয়া এসএসসি পরীক্ষা দিয়েছে ঘোড়াশালের ডা. নজরুল বিন নূর মহসিন গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে।
এ কলেজর প্রিন্সিপাল ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব রিনা নাসরিন জানান, পরীক্ষার্থী সিনথিয়া কবিরের বাবার মৃ’ত্যুর বিষয়টি আম’রা শুনেছি। আম’রা তাকে সান্ত্বনা ও উৎসাহ দিয়েছি পরীক্ষা দিতে। তবে তার জন্য কোনো বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়নি। সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিয়েছে। আম’রা মনে করি, বিশেষ কোনো ব্যবস্থা ছাড়া সবার সঙ্গে পরীক্ষা দেওয়াই তার জন্য ভালো।