cialis fiyat cialis sipariş http://umraniyetip.org/
Fapperman.com DoEscortscialis viagra viagra cialis cialis viagra cialis20mgsite.com geciktirici sprey azdırıcı damla
সংযু’ক্ত আরব আমিরাতের দুবাই প্রবাসী ফটিকছড়ি থা’নার গোপালঘাটা গ্রামের মুহুরী বাড়ির আবদুল গনি মুহুরীর পুত্র মোহাম্ম’দ কফিল উদ্দিন মুহুরীকে (৪০) সম্মাননা দিয়েছে দুবাই পু’লিশ।
সাড়ে তিন লাখ রিয়াল (বাংলাদেশি টাকায় যা ৮০ লাখ টাকা) কুড়িয়ে পেয়ে পু’লিশের হাতে হস্তান্তর করায় কফিল উদ্দিন মুহুরীকে এই দুর্লভ সম্মাননা প্রদান করা হয়।
দুবাই পু’লিশের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহ খালিফা আল মা’ররির নির্দেশনায় নাইফ পু’লিশ স্টেশনের পরিচালক ব্রিগেডিয়ার ড. তারিক মোহাম্ম’দ নূর আহলাক আমিরাতের ফ্ল্যাগ ডে’র দিন দুবাইয়ের নাইফ পু’লিশ স্টেশনে কফিল উদ্দিনকে একটি সম্মাননা সনদ ও সৌজন্য উপহার প্রদান করেন। আমিরাতের প্রভাবশালী পত্রিকা খালিজ টাইমস, গালফ নিউজসহ আরবি ভাষায় প্রকাশিত বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় এ খবর প্রচারিত হয়েছে।
কফিলউদ্দিন জানান, ২৯ আগস্ট তিনি দুবাইয়ের দেরাস্থ আল সাবকা স্ট্রিটে (বুড়ি ম’সজিদ রোড) তার বাসার অদূরে এক বন্ধুর জন্য দুপুরের দিকে অ’পেক্ষা করছিলেন। এ সময় কালো টেপে মোড়ানো টাকার বান্ডিলটি গাড়ি পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় দেখে কুড়িয়ে নেন এবং কিছুক্ষণ অ’পেক্ষা করার পরও তার কোনো মালিক না পেয়ে সেটি বাসায় এনে রেখে দেন। রাতে তিনি সেটা খুলে ৫শ’ সৌদি রিয়ালের চকচকে নোটগুলো দেখেন। এরপরও নোটগুলো আসল কিনা যাচাইয়ের জন্য রাতে বন্ধু নুরুল আবসারের সাথে আলাপ করে মানি এক্সচেঞ্জে কাজ করেন এমন একজনের মাধ্যমে নিশ্চিত হন টাকাগুলো আসল। তিনি ঘটনাস্থলের পাশে রেস্টুরেন্টে খবর দিয়ে আসেন যদি কেউ এ অর্থের সন্ধান প্রার্থী হন তাহলে যেন যোগাযোগ করা হয়। ৫ সেপ্টেম্বর পর্যন্ত অ’পেক্ষা করেও কোনো মালিক না পেয়ে তিনি সেদিনই নাইফ পু’লিশ স্টেশনে গিয়ে তা জমা দেন।